অলৌকিক
রোহিণী কান্ত রায়- বাংলাদেশ
কপর্দকহীন মনুমিয়া
যাদুকরের চিরায়ত ভঙ্গিতে,
মানে যাদু দেখাবার পূর্বমুহূর্তে
তার রিক্তহস্তের নির্ভেজাল মুদ্রা কসরত দেখিয়ে
ব্যাপক বিশ্বাস জন্মিয়েছে দর্শকের মনে
তারপর অলৌকিকতার ইন্দ্রজাল ছড়িয়ে
অবলীলায় চোখের সম্মুখে দেখতে,দেখতে
মুরগিকে ছাগল,ছাগলকে গরু বানিয়ে
বেবাক মানুষকে তাজ্জব বনে পাঠিয়েছে...
আর আমি আলালের ঘরের দুলাল
কার্যকারণ সম্পার্কাষণে হয়েছি উড়নচণ্ডি অলৌকিকতায় কম কী?
আমিও পিতৃদত্ত সু-বিশাল হস্তিটাকে
করপুটে ধারণ করে
সবার সম্মুখে মুহূর্তেই
বুমেরাং বানিয়ে উড়িয়ে দিয়ে
এখন শূন্য হাতে দাঁড়িয়ে আছি।




