কবিতা
শিরোধার্য
সুভাষিতা ঘোষ (দাস)
থাক্ না ওরা নিশ্চিন্তে
ওদেরও তো দরকার কিছু জমি,
আমি বিছিয়েছি আমার নত মস্তক
অপমান গড়ে তুলুক সেথায় অট্টালিকা
ভীষণ...ভীষণ দামি !
আমার হৃদয়জুড়ে গড়ুক আধিপত্য
অব্যক্ত অভিমানের পাহাড়,
মৌনব্রত রাখবে বেঁধে তার স্থায়িত্ব
শিরায় শিরায় জাগবে না বিন্দুমাত্র খিদে
অল্প কিছু আদর ফিরে পাবার !
আমি হতে দেবো না উদাসীন
পরাজয় মিশে যাক সহস্র ঘর্মগ্রন্থিতে,
যুগ-যুগান্তরেও হবে না তারা বঞ্চিত
উত্তাপ আর উষ্ণতা বাড়াবে সাহায্যের হাত
উত্তরোত্তর তাদের বংশবৃদ্ধিতে !
কপালের আনাচে কানাচে লেখা হোক প্রতারক
দু'চোখের
কৃষ্ণগহ্বরে অপ্রাপ্তির বিহ্বলতা !
নিঃশ্বাসে মিশে যাক অপেক্ষার জ্যান্ত কোষ
আমি মেনে নেব কলঙ্ক, বদনাম
আর অপারগতা !
| ALEEK PATA- Your Expressive World | Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com |
| a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post