কবিতা
অনুভূতি
সৌভিক ভান্ডারী
Image Source : Internet |
এই শহর জুড়ে আসুক বর্ষা,
নামুক বৃষ্টি ;
জানবো এটাই তার অপরুপ,
প্রকৃতির সৃষ্টি...!
আবার আসুক এই শহর জুড়ে,
কালবৈশাখীর ঝড় ;
ঘন অন্ধকারে দেখবোই না,
কে আপন কে পর...!
ঝম ঝম বৃষ্টির ফোঁটা,
পড়ুক টিনের চালের উপর ;
মেঘলা আবহাওয়ায় চিনবোই না,
কোনটা সকাল কোনটা দোপর..!
পাশে থাকা পায়রার গান,
জুড়িয়ে দিক যেন এই মন ও প্রাণ ;
আবার বাজুক শব্দ, টিনের ঝুম ঝুম,
এমনটা শুনে যেন, আসুক নিঃসঙ্গের
ঘুম... !
অবুঝ মনে ঘুমিয়ে পড়বো,
কোমল পালকের বিছানায় ;
অনুভূতি যেন হবে বড়ো,
স্বপ্নের শেষ ঠিকানায়...!
| ALEEK PATA- Your Expressive World | Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |
| © All Rights Reserved by The Editor and The Publisher |
| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com |
| a DISHA-The Dreamer Initiative |
No comments:
Post a Comment
Please put your comment here about this post