আগমনী
বানভাসি ধু ধু প্রান্তরে
জেগে থাকা মাটির রং আজ ধূসর,
ত্রাণের ত্রিপল ঢাকা ভূখন্ড
ওড়ায় নিশান, ধাতব ত্রাণ বাহীর
উড়ন্ত দৃষ্টি তে পড়ার আপ্রাণ চেষ্টায়।
জেগে থাকা মাটির রং আজ ধূসর,
ত্রাণের ত্রিপল ঢাকা ভূখন্ড
ওড়ায় নিশান, ধাতব ত্রাণ বাহীর
উড়ন্ত দৃষ্টি তে পড়ার আপ্রাণ চেষ্টায়।
উমা, মা ,তুই আসছিস তো?
তোর বাপের বাড়িতে আজ
বড়ই অনটন, অভাব।
তোর বাপের বাড়িতে আজ
বড়ই অনটন, অভাব।
কাদামাখা দ্বীপে সামান্য স্থানে
আমাদের দিন গুজরান,
আমাদের দিন গুজরান,
কিন্তু তবুও আসিস কিন্ত বাছা,
শত অভাবেও তোর জন্য
একটুকরো কাশফুলে ভরা জমি
ছেড়ে রেখেছি।
একটুকরো কাশফুলে ভরা জমি
ছেড়ে রেখেছি।
সামান্য এই অর্ঘ্য স্বীকার করিস
মা…………|