এই তো জীবন
রাণা চ্যাটার্জী
এ শহর পথে-ঘাটে
কতকিছু
রোজ ঘটে!
চলাফেরা বেশ দায়,
ভিড়ে
ঠাসা প্রাণ যায়।
বৃষ্টির ম্যান হোলে
আচমকা পড়ে গেলে,
প্রাণ নিয়ে সংশয়,
জীবন
তো গতিময় ।
পড়িমরি গরমে,
ছাতি ফাটা চরমে।
বাঁচা দায় ত্রাহি রব,
শোরগোল
কলরব।
কনকনে শীত এলে,
কেঁপে
মরি কাজ ফেলে।
লোক কম
পথে মেলে,
দিল খুশ কফি পেলে।
এভাবেই
চলছে,
নেতা কিছু বলছে!
টান
শুধু পকেটে,
মূল্য
বৃদ্ধির রকেটে।
Download ALEEK PATA Mobile APP


No comments:
Post a Comment
Please put your comment here about this post