অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি
Monday, May 22, 2017
Sunday, May 14, 2017
Saturday, May 13, 2017
শিবু
তুমি কি পথ হারিয়েছ
সন্ধ্যাতারার খোঁজে
মেঘের চমক দেখে সূর্যের ঝলক ভুলে গেছে
দীঘির বুকে কালো ছায়া ঢেউয়ের তালে খেলে
সরু সুতোয় আলতো টান,পাড় ভাঙার শব্দ ওঠে
মেয়ের টিউশনির পথে তোমার চোখ এসে মেলে।
অনুমতি চায়, অনুমতি দেয়, নির্বাক সূর্য
প্রিয় দীঘির বুক স্পর্শ করা ঠোঁট কেঁপে ওঠে
মুখ লুকোয় দিনের বেলা সন্ধ্যে হবার আগেই
অনুমতি কেন চাইলে? শুধু মুখে ফুটে !
শরীর থেকে আলো ধুয়ে ধুয়ে চলে যেতে
ভাঁজ করা নতুন মেঘের চাদর ছিলই তো পাশে
ইতিহাস, ভূগোল আর নিষ্কাম বিজ্ঞান জানতে,তবু
আমায় কেন বসালে ধ্রুবতারার আকাশে।
তুমি কেন অনুমতি চাও? ভোরের আকাশে
তুমি কি পথ হারিয়েছ সন্ধ্যাতারার খোঁজে।
চিত্রঋণঃ Hannah Hoch
দেবশ্রী দাশগুপ্ত
শূণ্য তোমার ভবিষ্যৎ..
বঞ্চিত হই রোজনামচায়
বঞ্চনা কে ভয় করিনে,
মরতে মরতে বাঁচছি রোজ
মারছ তবু আর মরিনে।
বঞ্চনা কে ভয় করিনে,
মরতে মরতে বাঁচছি রোজ
মারছ তবু আর মরিনে।
নিয়ম করে মারছ ঠেলা
আগুন জ্বালার ফন্দী,
কফিন দাও বা জ্বালাও চিতা
মাটির ঘরেই বন্দী।
আগুন জ্বালার ফন্দী,
কফিন দাও বা জ্বালাও চিতা
মাটির ঘরেই বন্দী।
সাম্প্রদায়িক শৌর্য শপথ
আলগা ধর্ম বালির ঘর,
জলের তোড়ে ভাঙছে উঠোন
মৃত্তিকা যে অনুর্বর।
আলগা ধর্ম বালির ঘর,
জলের তোড়ে ভাঙছে উঠোন
মৃত্তিকা যে অনুর্বর।
অসহিষ্ণু মিথ্যাচারে
নিরপেক্ষ লেবেল আঁটা
ভাবছ তুমি জমছে ধন?
লাভের ঘরে চরম ঘাটা।
নিরপেক্ষ লেবেল আঁটা
ভাবছ তুমি জমছে ধন?
লাভের ঘরে চরম ঘাটা।
ধর্ম জানি ধারণ করে
তাকেই নাকি করবে বহন?
বোঝা হয়ে ভাঙবে কোমর
কুশপুতুলে তোমার দহন।
তাকেই নাকি করবে বহন?
বোঝা হয়ে ভাঙবে কোমর
কুশপুতুলে তোমার দহন।
রাজার নীতি কূটকচালি
ধর্ম টেনে আগুন দিস্?
যতই ছড়াস সংক্রমন
নিজের ঘরেও জমছে বিষ।
ধর্ম টেনে আগুন দিস্?
যতই ছড়াস সংক্রমন
নিজের ঘরেও জমছে বিষ।
মহেশ্বর আর মহম্মদ,
সিংহাসনে পাশাপাশি,
তোদের ঘরেই ঘেন্না শুধু-
আসন ধরার ঠাসাঠাসি।
সিংহাসনে পাশাপাশি,
তোদের ঘরেই ঘেন্না শুধু-
আসন ধরার ঠাসাঠাসি।
আর কতদিন অহংকারে
বিভাজনের টানবে রথ?
ফাঁপা গর্বের মাপা কথায়
শূণ্য তোমার ভবিষ্যৎ।।
বিভাজনের টানবে রথ?
ফাঁপা গর্বের মাপা কথায়
শূণ্য তোমার ভবিষ্যৎ।।
চিত্রঋণঃRT.com
শীতল মিশ্র
নির্ভয়া
শত শত মোমবাতি
রাজপথের ওপর,
জ্বলছে, নিভে গেছে
বা কোনটা নিভু নিভু।
শিশির ঝরে পড়েছে,,,
সারাটা রাত,,,
গোলাপের পাপড়ির ওপর।
হেলে পড়া
প্ল্যাকার্ড
ধরে রাখার চেষ্টার
কসুর করেনি
,,,,,,,,,,,,, সেই লাইনটা কে
"নির্ভয়া নেভার ডাই!!"
নির্ভয়া,
নির্ভয়া,,,বেঁচে থাকে,
জন্ম নেয় বারে
বারে,,,,
যতদিন
বেঁচে থাকে
ঐ 'পশু' টা
মুখোশের আড়ালে
আমার ভিতর!!
চিত্রঋণঃswarnalathaartist.com
Friday, May 12, 2017
Vikas Paliwal
HEY YOU !
When I started to tell them
They think I’m telling lies…
& I say……
Hey you….it’s you
Wonderful girl
You walk into a room
Just as cool as you please
And the Fellows stand or
Fall down on their Knees
It’s the click of your heels
Or the curls of your hair
Or the palm of your hand
Or the need of your care
Anyone your friend or foe
Crave for this
Hey you….it’s you
Illustration:Writer
Subscribe to:
Comments (Atom)






