নির্ভয়া
শত শত মোমবাতি
রাজপথের ওপর,
জ্বলছে, নিভে গেছে
বা কোনটা নিভু নিভু।
শিশির ঝরে পড়েছে,,,
সারাটা রাত,,,
গোলাপের পাপড়ির ওপর।
হেলে পড়া
প্ল্যাকার্ড
ধরে রাখার চেষ্টার
কসুর করেনি
,,,,,,,,,,,,, সেই লাইনটা কে
"নির্ভয়া নেভার ডাই!!"
নির্ভয়া,
নির্ভয়া,,,বেঁচে থাকে,
জন্ম নেয় বারে
বারে,,,,
যতদিন
বেঁচে থাকে
ঐ 'পশু' টা
মুখোশের আড়ালে
আমার ভিতর!!
চিত্রঋণঃswarnalathaartist.com

No comments:
Post a Comment
Please put your comment here about this post