অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Wednesday, December 29, 2021

কবিতা-বাস্তুহারা -রমিত চট্টোপাধ্যায়

বাস্তুহারা

রমিত চট্টোপাধ্যায়

Image Courtesy: Google Image Gallery
 

সে দিনটা ছিল অন্যদিনের মতোই-

গোল হয়ে বসে চলছিল খাওয়া দাওয়া,

হঠাৎ গুলির শব্দরা ভেসে আসে,

বারুদ গন্ধ মাখল দখিন হাওয়া।

 

রাতভর ছুট পিছনে গৃহস্থালি

মা হারা শিশু পথেই রইল পড়ে,

ক্লান্ত শরীর একটানা বয়ে থামে,

দুঃস্বপ্ন কি কাটবে আগামী ভোরে।

 

সব হারা হয়ে সমুদ্র শেষ আশা,

ভাঙাচোরা নাও জোটে এক অবশেষে,

এক ডিঙিতেই অগুনতি কালো মাথা,

পৌঁছতে হবে নতুন এক কোনো দেশে।

 

মাসের পরে মাস পেরিয়ে জমি

দেখতে পেয়ে সবার মনে আশা,

মিলতে পারে মাথা গোঁজার ছাদ,

দুটো রুটি আর সামান্য ভালোবাসা। 


ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-স্বপ্ন -অদিতি ঘটক


স্বপ্ন 

অদিতি ঘটক

Image Credit: Google Image Gallery

খোকন সোনা, খোকন সোনা,

আলোর জামা গায়।

মাথার উপর গাছের ছায়া

খোকন ঘুমায় তায়।

 

কেউ জানেনা মা যে কোথায়

বাপ`টা কোথায় তার,

খোকন ঘুমায় অকাতরে

নিয়ে নিজের ভার।

 

পেটটা জ্বলে খিদের চোটে

চটকে ভাঙে ঘুম,

খোকন দেখে চারিদিকে

যুদ্ধ খেলার ধুম।

 

বড়রা সব মেতেই থাকে

হরেক রকম খেলায়,

ভাতের আশায় খোকন ঘোরে

প্রতিশ্রুতির মেলায়।

 

এমনি করে দিন চলে যায়

হচ্ছে খোকন বড়,

দুনিয়াদারির খেলায় খোকন

হচ্ছে কেমন দড়।

 

খোকন আর চায় না কিছু

কাড়ে অধিকার,

যেমন করে এই বড়রা

সব কেড়েছে তার।

 

তবুও খোকন থমকে যায়

দেখে ছোট্ট মুখ,

ডুকরে কেঁদে ওঠে তার

পাষাণ কঠিন বুক।

 

উদাস মনে ভাবে খোকন

হবে বাগান মালি,

ভালোবাসার আলো দিয়ে

ফুল ফোটাবে খালি।

 

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-অলীক মায়া -কাকলি মান্না

 

অলীক মায়া

কাকলি মান্না

Image Courtesy: Google Image Gallery


সব না বলা কথা বীজ বুনছে কবিতার

উঠোন জুড়ে সুখের ঘ্রাণ

 

আমাদের  নিয়ত আচ্ছন্ন করে রাখে না বলা কথাদের ফিসফাস

 

গালিচা জুড়ে অক্ষরের ঢেউ

 

চিরন্তন সেই আঙুল

এক  কবি

অনন্ত অপেক্ষা


ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |



INDEX-AUGUST-DECEMBER 2021 (PUJA AND WINTER SPECIAL-SATYAJIT RAY CENTENARY ISSUE)

 
হিম সংখ্যা ১৪২৮


সম্পাদকীয় 



সত্যজিৎ রায় জন্মশতবর্ষ ক্রোড় পত্র- মহারাজা তোমারে সেলাম


**  মনের মানিক  **

অন্য অ্যাডভেঞ্চার  *  শেলী ভট্টাচার্য 

সত্যজিতের কলমে  সাধারণ মানুষ  শ্রাবণী গুপ্ত সরকার 

ফেলুদার জন্মদাতা  *  ডাঃ অরুণ চট্টোপাধ্যায় 

রাতদুপুরে নিশ্চিন্দিপুরে  বনবীথি পাত্র 


**  মগজাস্ত্র  **

গন্ধ  মৌসুমী চৌধুরী 

ভক্ত  রাজ চক্রবর্তী 

**  কবিতা  **

ছায়াদ্রুম  *  জয়ন্ত চট্টোপাধ্যায় 

তুলি-কলমে মানিক  *

মহারাজা তোমারে সেলাম  *  শীতল মিশ্র 


কার্টুন ( যখন ছোট ছিলাম)  *

একশোয় একশো  *  মিঠুন দাস 


** চলন্ত' চিত্র   **


ভুতের রাজা  *  সৈকত সরকার   

বরফি  *  সৈকত সরকার   


অলীকপাতা “হিম সংখ্যা”


**  কবিতা  **

স্বপ্ন  *  অদিতি ঘটক 

অলীক মায়া  *  কাকলি মান্না 

বাস্তুহারা  রমিত চট্টোপাধ্যায় 

হিমের স্পর্শ  নীলাঞ্জন চট্টোপাধ্যায় 

হিমের আমেজ  আফ্রূজা খাতুন 

শুধুই তুমি  *  কল্লোল জানা 

মায়াবী রাত  শক্তিপদ পণ্ডিত 

স্মৃতি পাতা  *  মলয় বর্ধন 

ভগবান  কেষ্ট মন্ডল 

আবদার  *  পলাশ পাল 

নদী ভালোবেসে  কমল কৃষ্ণ কোঙার 

অর্ধেক দুনিয়া  *  সুধাংশুরঞ্জন সাহা 

যদি সেটা  *  পিন্টু ঘুঘু 

বিষণ্ণতা  *  প্রসাদ সিং 

উচ্ছন্নে গেল দেশটা  *  সত্যজিৎ পাল 

শপথ এবং অঙ্গীকার  *  মহাজিস মণ্ডল 

শব্দবৃষ্টি  *  অভিমন্যু 

চিরায়ত  *  সুমনা ভট্টাচার্য্য 

মৃত্যুঞ্জয়ী  *  সুদীপ কুমার দাস 

একমুঠো রোদ্দুর  *  পিঙ্কি ঘোষ  

যারা বৃষ্টিতে ভিজছিল  *  সত্যেন্দ্রনাথ বেরা 

স্বাদ পূরণ  *  পাভেল আমান 

সলমনের জন্য ?  *  পৌষালী কুন্ডু মণ্ডল 

বায়না  *  প্রতীক মিত্র 

কিশানগঞ্জের শিশিরমাখা…  *  তাপস রায় 

ফিরব আবার  *  অমিত বিশ্বাস (দাদামণি) 

চাঁদের কলঙ্ক  *  ইরান মন্ডল 

আলতাপরি পাখি  *  তূয়া নূর 

স্মৃতি কণ্টক  *  সৌমেন দেবনাথ 

স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা  স্বপন গায়েন 

হেমন্তের আগমন  রঞ্জন ভাওয়াল 

কম্পাংকে  *  স্নেহাশিস মুখোপাধ্যায় 

বর্তমান মানুষ  *  সুদীপ কুমার দাস 

আন্তর্জাল  *  মাথুর দাস 

আত্মমগ্ন  *  রঞ্জন চক্রবর্ত্তী 

ঔরঙ্গজেবের সিংহাসন  রশ্মিতা দাস 

বেলাভূমি  *  মোহন দাস 

ঝাড়লণ্ঠন  *  বেনিয়া 

রূপকথা  স্বপ্ন  *  তুষার ভট্টাচার্য 

অপরিবাহী  *  গৌতম দন্ডপাট 

প্রেম  *  সৌম্য ঘোষ 

দৃশ্য  বৈদূর্য্য সরকার 

জন্মদায়  *  দেবকুমার মুখোপাধ্যায় 

রামধনুর রঙ  সুতপা ব‍্যানার্জী(রায়) 

আফতাব অ্যাভিনিউ  রথীন পার্থ মণ্ডল 

এক মলাট অন্ধকার  প্রদীপ কুমার দে 

কবিতা  সুশান্ত সেন 

আমি সেই মেয়ে  *  মানস  দেব 

দিন শেষে  *  লাবণী 

ছেঁড়া কাপড় ভিক্ষে চাই  *  রানা জামান

ইচ্ছেসাথী  *  হামিদুল ইসলাম 

নিষ্ঠা  *  সুজন দাশ 

বাবার চাদর  সোমনাথ সাহা 

শীত-জীবন  নির্মলেন্দু কুণ্ডু 

শীতের ছোঁয়া লাগলো যখন  গোবিন্দ মোদক 

সকাল আঁকা  তীর্থঙ্কর সুমিত 

একটু উষ্ণতার খোঁজে  অরুণাভ মাইতি 

মেঘ  কৃষ্ণ রায় 

ও ... অসীমের মা  *  শ্রীকান্ত মাহাত   

দিনান্ত গড়িয়ে যায়  রবীন বসু 

অনুভব  সুমিত্রা পাল 

নিজেরই ছায়া  উদয়ন চক্রবর্তী 

বৃষ্টির সন্ধ্যায়  নিবেদিতা বর্মন 

অবসান  *  দীপ্তেশ চ্যাটার্জী 

শূন্য হাতে  *  মোহিত ব্যাপারী 

আবার আসিব ফিরে  *  শুভ্রব্রত রায়  

ঢোঁড়া সাপের খোলস  অভিষেক ঘোষ 

তোকে দিলাম  *  সন্দীপ গাঙ্গুলী  

যেমন রূপকথা  *  পাপিয়া 

 

**  শীতের ছড়া  **

পরোপকারী  অমিত চট্টোপাধ্যায় 

সবুজ গাঁয়ের কন্যা  *  মিনাক্ষী মন্ডল 

শরৎ  *  অভিজিৎ মান্না 

থলি উদ্ধার  *  বিশ্বজিৎ রায় চৌধুরী 

 

**  অণুগল্প  **

দুর্ঘটনা  *  সমাজ বসু 

মাটি  *  সুদীপ ঘোষাল 

 

**  মিচকে  **

হেসো না ‘বিপদ’ আছে  প্রদীপ দে 

**  স্মরণ  **

কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তী স্মরণে  বটু কৃষ্ণ হালদার 

**  গল্প  ** 

অন্য বসন্ত  *  বনবীথি পাত্র 

লাল গোলাপ  *  অনিন্দ্য পাল 

ভয়ঙ্কর সারান্ডায়  *  সঞ্চারী ভট্টাচার্য্য 

অবসরের পরে  মানসী গাঙ্গুলী 

লাথি  *  আব্দুস সাত্তার বিশ্বাস 

কলতলা  সুনীল কর্মকার 

কাউন্সেলিং  শম্পা বণিক 

না ইয়ে সচ না বো সচ  অলভ্য ঘোষ 

 

**  কবোষ্ণ  ** 

হিমশীতল জলে  *  তপন তরফদার 

ভালোবাসার মোড়কে  চন্দ্রাণী গুপ্তা ব্যানার্জী 

 

**  ভ্রমণ  ** 

নীলকণ্ঠেশ্বর মহাদেব ও চন্দ্রবদনী মন্দির দর্শন  *  দেবী প্রসাদ ত্রিপাঠী      ধারাবাহিক ভ্রমণ কাহিনী (পর্ব ৩)কৌশিক বসু  

 

**  ক্যানভাস  ** 

একদিন-প্রতিদিন  অলভ্য ঘোষ   

দ্রুতি  অলভ্য ঘোষ   

দেখছি  সুশান্ত সেন   

 

**  ফটো গ্যালারী  **

রংদার প্রতিবার  সন্দীপ দাস   


DOWNLOAD ALEEK PATA ANDROID APP

| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান