অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Saturday, April 14, 2018

কবিতা- রবীন সাহানা


অন্বেষণ

Image Courtesy: Google
        



মায়াঝরা পৃথিবীতে কিছু সুখি আশা
গন্ধহীন পলাশ হয়ে ফুটে রয় সাজানো
বাগান হতে দূরে বহু দূরে।
রাখেনা খবর তার।
কিছু চেনা পাখি 
লম্বা চঞ্চু দিয়ে শুষে নিয়ে যায় তার মধু ।
খবর পেলে ভ্রমরেরা আসে-
আর দিয়ে যায়.. 
কিছু সান্ত্বনাসম আবেগ কথা ।
হৃদয়ের নীলাচলে বিলীন হয় ।
ঝরে পড়ে গাছেদের অল্প নাচের তালে
লাগেনা কালবৈষাখীর ঝড় |
লাগেনা হাড় হিম করা বসন্তের বৃষ্টি

যে জলে বাগানে গোলাপেরা স্নান করে |













কবিতা-সম্পা দত্ত দে


অব্যক্ত যন্ত্রনারা


Image Courtesy: Google




ভালবাসি বলেই কি ভালবাসা যায়?
কত ভালবাস তা' বোঝাতে যে' হয়!
      
      ভালবাসা ভালবেসে ছেড়ে কেন যায়-
      ভালবেসে সবাই তো সুখী হতে চায়!

কথা বলেই কি শুধু কথা বলা হয়?
অব্যক্ত থেকেও অনেক বলা হয়ে যায়!
       
       সবার মাঝে থেকে ও কি একা থাকা হয়?
       মনের কোনে কখন যে সব একা হয়ে যায়

গোলাপ জিনিয়া ক্য়ামেলিয়া পাশাপাশি রয়,
সবাই ঝরে গিয়ে অব্যক্ত গোলাপ একা হয়ে যায়|
         
        কিশলয় ও সময়ে সবুজের অভিযানে রয়
         তারাএকদিন ঝরাপাতার দলেই ভীড়ে যায়

সব প্রতিশ্রুতি ই' কি' স্থায়ী হয়
কখন ব্যক্তর মাঝে অ-ব্যক্ত হয়ে যায়!











কবিতা- সৌমেন্দ্র দত্ত ভৌমিক


বয়সের গাছ পাথরে

Image Courtesy : Google 




নেমেছে বটের ঝুরি বয়সের আশেপাশে

আঁধারও পথের মাঝে যেন মহাশয়তান,

নিজেকে ছাড়িয়ে নিজেই হব যে জয়ী

স্নায়ুর ভেতর উসখুসে ব্যস্ত ভগবান।


এসেছে ঝড়ের সঙ্গে ত্রাসের রাঙা চোখনিশিদিন 

হঠাৎ যথা-তথা লম্বা সফরে,

বন্ধুর কাছে বন্ধুও হয়তো প্রত্যাশাহীন

বিপদে যখন টালমাটাল নিথর বছরে।


বাঁচা বা না-বাঁচা রোজকার মহড়ায়

জাঁকিয়ে বসে কাঁপুনির রঙীন উৎসব,

বেঁচে ওঠার আহ্লাদে তবু যে আটখানা

পথিকেরা সব নয়কো নয় জরদগব।


নামুক তমসা কুলকুল নদীর দুই তীরে

টলমলে তরী চলছে চলুক না বলগাহীন,


সংকট-ছায়া তবু ছাড়বেই শান্ত কক্ষটি

রোদ্দুর-ভরে যেই না প্রাঙ্গন শঙ্কাবিহীন।


ঘুরিয়ে মাথা কচি কচি কত সংলাপে

আবারো ফিরে চলি শান্তির ঘেরাটোপে,


নামুক বটের ঝুরি বয়সের আশেপাশে

পরাজয়-গীতি টিকবে নাকো ধোপে।


কবিতা- দেবশ্রী চক্রবর্তী

নৈঃশাব্দিক


Image Courtesy: Google




সবাই যখন চলে গিয়েছিল,
ধীর পায়ে আমি এসেছি;
আবছা তুমি, তোমাকে যেন 
আঁধারে মিশতে দেখেছি।

হাত উঠেছিল, ডাকতে তোমায়,
না বলা কথা বলতে...
কখন সময় থমকে গিয়েছে,
উঁচু, নিচু পথ চলতে।

বাতাসের গতি কখনও বেড়েছে
কখনও হঠাৎ স্তব্ধ!
মন খুঁজে চলে , এবার বুঝি-
তোমার পায়ের শব্দ।

হৃদস্পন্দন আগের মতোই
শুধু পথ চলা বন্ধ.............




















দুটি কবিতা -শংকর ব্রহ্ম


১) জীবন কেন যে ছোটো?


Image Courtesy:Google


কেন যে এসেছি আর কেনই বা যাব
এর কোন উত্তর আছে কিনা ভাব,
যেতে হবে সকলকে আগে আর পরে
সেই নিয়ে ভাবনাটা বোকারাই করে।

এসেছি যখন এই পৃথিবীর বুকে 
তাকে ছেড়ে যেতে হবে সুখে আর দুখে,
শুরু আছে শেষ নেই এমন কি হয়
তবে আর মরণকে পাও কেন ভয়?

আসিনি তো স্বেছায় যাওয়াটাও তাই
এই নিয়ে ভাবনার আর কিছু নাই,
কষ্টের দিনগুলো ফুরালেই তবে
নিশ্চিত জেনে রাখ তুমি চলে যাবে।

তাই কাজে ডু্বে থাকি সময়ের সাথে
জীবন কেন যে ছোটো পড়ি ভাবনাতে। 

                                     


                                   ২) প্রথম দেখা                               
Image Courtesy:Google



যে দিন তোমায় দেখে ছিলাম
                                      বুক পুড়েছে জানি
মুখ পোড়াতে চাইনি বলেই
                                     যাইনি কাছে আমি। 

জানি তোমার বন্ধু অনেক
                                        সঙ্গী সাথী কত      
বুকের ভিতর চেপে রাখি
                                        মনের যত ক্ষত। 

তোমায় দেখে ভুলে ছিলাম
                                      নিজের চাওয়া সব
টের পাইনি বুকের ভিতর
                                        পুড়েছে অসম্ভব।

তোমায় ভেবে হারিয়ে ছিলাম
                                     নিজের পাওয়া যত
বোঝা তখন হয়নি বোঝা
                                     ভাবিনি অত শত।















কবিতা-কৃষ্ণা সাহা


নূতনের প্রত‍্যাশা


Image Courtesy: Google



সরলরেখায় চলতে চলতে
রেখাটা কখন যে বক্র
হয়ে গেছে বুঝতেই পারিনি,
বক্ররেখা ধরে চলা খুব শক্ত,
অভ‍্যাস হয়ে যায় অবশ্য
মানুষ তো অভ‍্যাসের দাস;
কখনো, বৃত্তের কেন্দ্রবিন্দুতে
      জীবনকে বাজি রেখে
কখনো, কেন্দ্রবিন্দু থেকে
         দূরে সরে গিয়ে
ব‍্যাসার্ধ  ধরে ঘুরছি আমরা
 প্রতিনিয়ত আপন  গতিতে
এভাবেই আহ্নিকগতি থেকে
              বার্ষিকগতিতে,
পুরোনোকে পিছে ফেলে
নূতনের দিকে ধাবিত হওয়া
নূতন আশা, নূতন প্রত‍্যাশা
কিছু পাওয়া কিছু হারানো
কিছু ভুলে যাওয়া, কিছু
স্মৃতিপটে স্বযত্নে তুলে রাখা
          এভাবেই চলে
একটা জীবনের শুরু থেকে
           শেষের চক্রবৃদ্ধি
জীবন সেতো পাটিগণিতের
      সরল অংক শুধু নয়।

















       

PHOTOGRAPHY-SWARUP CHKRABORTY




PHOTOGRAPHY- SWARUP CHAKRABORTY



The  Hope
















Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান