অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Thursday, April 11, 2024

কবিতা - ভালোবেসো এমন করেই - ছন্দা দাম

 কবিতা 

 

ভালোবেসো এমন করেই

ছন্দা দাম

Image Source : Internet

 

 

ভালোবেসো এমন করেই যেমন জলের সাথে পাথর...

নিজ অস্তিত্ব যেন হারায় না স্পর্শে...

নিশিদিন ছুঁয়ে থাকে...

           যেন স্পর্শহীন স্পর্শে... দুটো অধর!!

 

ভালোবেসো এমন করেই যেমন আগুনের স্পর্শে জল...

একে অন্যকে ছোঁয়ায় মৃত্যু... জানে মনে মনে...

তবু ছুঁতে আসার তাগিদ মরণ পণ...

             হৃদয় আকুল...যেন.মরুতৃষায় অন্তর!!

 

ভালোবেসো এমন করেই যেমন অস্তসূর্য আর দিগন্ত...

গোধূলিতে সূর্য দিগন্তের আলিঙ্গনে ঘুমায়...

ফের চিরশান্তির ঘুম ভেঙ্গে উঠে নতুন উদ্যমে,

 ভালোবাসার আলোয় ভরে বুকের আধার ঘর!!

 

ভালোবেসো এমন করেই যেমন অলিন্দনিলয়ে রক্তধারা নিরন্তর,

প্রতিটি শ্বাসের সাথে ছলকে ছলকে উঠে...

মুহুর্তের এপার ওপার কল্লোলিত করে বয়ে যায়,

    হৃদয় যদি থমকে থাকে বুকটাতে উঠে ঝড়!!

 

               ভালোবেসো এমন করেই...

            পেতে চাওয়ার ইচ্ছেরা হারায়...

অনুক্ষণ ছুঁয়ে থাকে যেন অন্তহীন মায়াবী আদর!

       প্রিয় যদি ভালোবাসো বেসো এমন করেই।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |

 

কবিতা - তার মুখখানি মনে পড়ে - শ্যামলকৃষ্ণ বসু

 কবিতা 

 

তার মুখখানি মনে পড়ে

শ্যামলকৃষ্ণ  বসু

Image Source : Internet


 

সে ছিল এইখানে, আমার সকল হৃদয় জুড়ে,

অযুতবর্ষ পরে ও আজ, তার মুখখানি মনে পড়ে

তার গভীর দুটি চোখ,

তার নাকের ওই নোলক,

উতল করে তুলতো যে এই বেভুল হৃদয়টারে,

আজ এত বছর অতিক্রান্তে ও তারে মনে পড়ে

 

সেই উছল কিশোরী, তার ভীষণ সতেজ প্রাণ

তার হঠাৎ আবির্ভাবে পেতাম সুবাসিত ঘ্রান

তাঁর হাস্য কল গীতে,

তার মধুর কাকলিতে,

মনখানিকে দুলায়ে দিয়ে ছুটত খুশির বান

চোখের আড়াল হলে তারে করতাম যে সন্ধান।

 

নাম ছিল তার বিনী , সে সবার চোখের মণি

গঙ্গাজল সই ছিল বোন, তাঁর খেলার সঙ্গিনী

একদিন কোন শুভক্ষন,

দুই চোখের হল সে মিলন,

মনে পড়ে গোধূলিতে তাঁর পলকহীন চাহনি

সে যে আমার প্রাক যৌবনের প্রেমের কাহিনী ।

 

আমার তখন একুশ , তার কি তখন ষোলো ?

আমি তখন কলেজে , তার একাদশ হল

সবার মাঝে মোহিনী

তার সে চোখের চাহনি

মাতাল করে রাখত আমায় কলেজের দিনগুলো

পত্র দিতাম দূতির হাতে সে ভীষণ জমকালো।

 

আজ এত বৎসর পরে, তাঁর কথা মনে পড়ে ,

বেকার ছিলাম তখন ও যে কঠিন এই সংসারে

তার বিয়ে হয়ে গেলো,

সে নুতন সঙ্গী পেলো,

এলোমেলো হয়ে গেলো জীবন আমার সে বারে,

হায় প্রেম, আমার যে আজ‌ও তার কথাই মনে পড়ে।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |


 

কবিতা -পথেই ঠিকানা - গৌুর দে

 কবিতা 

 

পথেই ঠিকানা

গৌউর  দে 
Image Source : Internet



ঘন কুয়াশার চাদরে মোড়া-
মেঠো একটা পথ ধরে,
চলেছি আমি এক শতকের-
বিষন্নতাময় আবছায়াটির পরে ।

রাস্তার দু-পাশে বসেছে সেথা-
সব অচেনা গাছেদের মেলা,
বৃক্ষের কোটরে কোটরে দেখছি যে তাই-
হরেক পাখির নিবিড়তার খেলা ।

উচ্ছ্বসিত হয়েছে চারিদিক-
সহস্র পাখির কিচিরমিচির ডাকে,
অবেলার সূর্য যায় অস্তাচলে-
পশ্চিম আকাশের একটু নীরবতার ফাঁকে ।

আঁধার ঘনালো সাঁঝের পরে-
ওই সবুজে ঘেরা প্রান্তরে,
জীবন স্রোতে ভাসিয়ে বৈঠা-
শীঘ্র যাওয়ার তাড়া যে রয়েছে মোর অন্তরে ।

নাম না জানা-ঠিকানা বিহীন-
গন্তব্যের পথে আমার এ মন চলে,
জানি না কোথায় থামতে হবে !
এই অজানা সুর-নদীর কোন কূলে ?

আপন মনে চলেছি সেথায়-
হয়ে মৌনতায় ভরা ঐকান্তিকতার দাবিদার,
দিক হারানো সম্ভ্রান্ত পথের পথিক আমি-
আমি যে এক ভ্রান্ত যাযাবর ।

পথের হদিশ নাইকো জানা-
না জানি দূরত্বের কূল কিনারা,
সখের বড়াই করি নাকো-
না করি ভাই সম্মোধনের ফোয়ারা।


পথের পরেই রইলো আমার-
আগামীর সব চিন্তা আর ভাবনা,
আজীবনই রইবো পথে-
আজ থেকে যে হলো আমার- পথেই ঠিকানা ।।

| ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা - অন্তর্দ্বন্দ্ব - পাভেল আমান

 কবিতা 

 

অন্তর্দ্বন্দ্ব

পাভেল আমান

Image Source : Internet




 

নির্জনতা ও নিঃশব্দের

যুগ্ম অনাবিল সৌন্দর্যে

মননে পুলকের অসীম উচ্ছ্বাস

সব কিছু ফেলে খুঁজে বেড়াই

অনুভূতির শিহরণ সৃষ্টিকারীকে

ক্রমশ পর্যায়ক্রমিক পালাবদলে

চরম অস্থিরতার দ্বন্দ্ব।

জীবন বৃত্তের সকল মুহূর্তই

হারিয়ে ফেলে সামঞ্জস্যহীনতা

নিমেষেই যবনিকা পড়ে

বহু যত্নে লালিত প্রত্যাশা

অনিচ্ছার বেড়াজালে বাকরুদ্ধ

বেঁচে থাকার আশু রসদ গুলো

একরাশ চাপা অপূর্ণতা নিয়ে

হাবুডুবু খাচ্ছে আমার সৃজনী স্নায়ু।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |


 

কবিতা - অভিসারিকা - সুতর্ণা সিংহ

 কবিতা 

  

অভিসারিকা

সুতর্ণা সিংহ

Image Source : Internet


 

আবছা পাহাড়ের গা ঘেঁষে

রাজকন্যার মতো আদরিনী এক নদী

নামের বাহার পাতাবাহারের থেকে কম কিছু নয়।

বলতে পারো নীল আকাশের মাঝে

এক ঝাঁক বলাকার উড়ন্ত ডানার 

মতো তার রঙের বাহার।

ওই ঝর্ণার উতলে ওঠা শব্দ ওর ঘুম ভাঙায় রোজ

ছুটতে থাকে হঠাৎ সে এক ভীষণ বেগে

যেন কোনো পাগলিনী প্রেমিকা,

অভিসার যাএার সেই ব্যাকুলতা ওর শিরা উপশিরায়।

আরামপ্রিয় সেই রাজকন্যা রোজ স্বপ্নের জাল বোনে

সূর্যাস্তের পরে যখন নিস্তব্ধতা বিদীর্ণ করে না 

ওই পাহাড়ি রাস্তার চেনা অচেনা কেউ।

আদুরে নদী তখন পাহাড় আর ঝরনার বুকে 

মাথা রেখে করে সুখ দুঃখের গল্প 

প্রেম বিনিময় করে তার প্রেমিকের সাথে।

উদাও কন্ঠে প্রতিধ্বনিত হয় তার সুর

যার আভাস পায় প্রকৃতি! 

আর দূর থেকে ভেসে আসে 

ঢাকের তাল আর শঙ্খরব

যা শুনে ঢেউ জেগে ওঠে ছলাৎ ছল!


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |


কবিতা - তন্দ্রাযোগে - বদরুদ্দোজা শেখু

 কবিতা 

 

তন্দ্রাযোগে

বদরুদ্দোজা শেখু

Image Source : Internet


 


সকাল থেকে বর্ষা বাদল স্নিগ্ধ শীতল হাওয়া

আজ সারা দিন ঘুম শুধু ঘুম , বন্ধ নাওয়া খাওয়া--

এমনতরো ইচ্ছাগুলো ঘুরছে আশেপাশে

এলিয়ে-থাকা স্নায়ুতন্ত্রের শিথিল অবকাশে,

ঘাসে ঘাসে আনন্দবান ধারাস্নানের হাসি

হাসছে এসে আমার মধ্যে আনন্দবিলাসী

আশি একশো হাজার পরী হাসছে আসমানে

নাচছে তারা নাচছে দ্যাখো আনন্দের বানে,

সোঁদা ঘ্রাণে বনের বাতাস হচ্ছে ভিজে ভারী

আমার মনে হাজার ভাবনা করছে পায়চারী,

তার বাহারী প্রজাপতিরা উড়ছে আপন মনে

বুনো ফুলের গন্ধে মেতে ঝাপসা বাতায়নে,

ক্ষণে ক্ষণে অকারণে বসছি দাওয়ার ধারে

হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখছি বারে বারে ,

কা 'রে যেন ভাবছি ঘোরে তন্দ্রাযোগের ঘোরে

তার যদি আজ পাই রে দেখা ডামাডোলের ভোরে !

সেই ভাবনা উড়তে থাকে আকাশ বাতাস মর্ত্যে

ঘুম শুধু ঘুম ডাকছে যেন অবসাদের গর্তে

কোথাও দূরে  যাই হারিয়ে বাদলধারার মাঝে

মেঘ-বালিকা সামনে এসে দাঁড়ায় পরীর সাজে।

বিভোর হ'য়ে দেখছি তাকে আড়ষ্ট তন্ময়

কেশদামের কুঞ্জে কুঞ্জে পুঞ্জিত বিস্ময়

বারিরাজির কারসাজি আর তারার মানিক কতো

হাত ধ'রে সে নিয়ে চললো পলক-পাখির মতো

সুদূর দেশের তেপান্তরে , আতান্তরে পড়ি,

তন্দ্রা ভাঙে, মন ছেয়ে রয় স্বপ্নের সুন্দরী ।।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা - ব্যথা ছেড়ে যায় না - পিঙ্কু চক্রবর্তী

 কবিতা 

 

 ব্যথা ছেড়ে যায় না

পিঙ্কু চক্রবর্তী
Image Source : Internet



মাধবীলতার মতো ফুটেছিল দিনগুলো...
যখন ভালো থাকার জন্যে, কোনদিন ওষুধ নিতে হয়নি।
হাঁটা পথে হেঁটেছি,
খেলার মাঠে দৌড়েছি,
ইচ্ছে মতো সাঁতার কেটেছি,
মনখারাপে মন খুলে কেঁদেছি,
কেউ কখনো বলেনি অসুখ করেছে ...
তাজা মাধবীলতার গন্ধে পার হয়ে যেত এক একটা দিন।
যে গন্ধ কখনো ফুরোয়নি...

এখন শুনি মন খারাপেও নাকি ওষুধ নিতে হয়,
মাধবীলতা আর আগের মতো ফোটে না,
আক্ষেপ এর গায়ে হাত বোলাতে বোলাতে রাত দীর্ঘ হতে থাকে...
একসময় ভোর রাতে ঘুম আসে।
ডাক্তার বলে...
প্রিয় মানুষের সাথে সময় কাটাও।

সবাই ছেড়ে যায়, শুধু ব্যথা ছেড়ে যায় না।
এতোদিনে একটা কথা বুঝেছি ...
মৃত্যুর মতো বড় সত্যি আর হয় না।

তাইতো ভয় হয়,
যেদিন তারা হব....
সেদিন এত বড়ো আকাশটাতে প্রিয় মানুষকে কোথায় পাবো?

 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |


 

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান