অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Thursday, April 11, 2024

কবিতা - ভালোবাসা মানে যন্ত্রনা তন্ময় অধিকারী

 কবিতা 

 

ভালোবাসা মানে যন্ত্রনা

তন্ময় অধিকারী

Image Source : Internet

 


অনামিকা বহুদিন পরে তোমার সাথে হলো দেখা 

হয়ত সুখে আছো, মাথায় সিঁদুর  হাতে নিয়ে শাখা ।

ঠাকুরের কাছে সব সময় কামনা করি অনামিকা 

সুখ ছাড়া তোমার জীবনে যেন দুঃখ না দেয় দেখা ।

এখনও কি ? রাগ করে আছ, বলবে না কোন কথা 

না, তবে চুপ করে কেন আছো, বলছো না কোন কথা

আমাকে কষ্ট দিয়ে নিরব থেকে হচ্ছ কেন শ্রোতা ।

ভালো না খারাপ সুখে না দুখে কেমন আছি ?

মরুতে ও গাছ থাকে তপ্ত বালিকা আঁকড়ে সে বাঁচে

জীবনটা ছুটে চললেও ওই গাছের মতন কোন মতে আছি ।

 

তোমার মনে আছে ? কলেজে সোশালে গেয়ে ছিলে ভালো

মুগ্ধ হয়ে শুনে ছিলাম রবীন্দ্রনাথের আলো আমার আলো ।

সেই প্রথম কলেজে সোশালে তোমার সাথে দেখা

তোমার প্রেমে পড়ে কিছু গান তোমার কাছে শেখা ।

তার পর কলেজ পালিয়ে তোমার সাথে চুরি করে দেখা

তোমার বান্ধবীরা ভাবতো আমি তোমার নতুন সখা ।

হঠাৎ তুমি আমাকে ছেড়ে যেতে না ওদের সঙ্গে একা

ওরা কানাকানি করে বলতো আমরা নাকি বোকা

ওরা সব বুঝতে পারে শুধু শুধুই দিচ্ছি ঢাকা ।

সম্পর্কটা কাউকে জানাতে না, জানি না কি কারন 

হয়তো বাড়িতে জানাজানি হয়ে গেলে মিশতে করবে বারণ ।

 

এই ভাবে দিন গেল মাস গেল কৃষ্ণচূড়ায় রং এলো

একদিন বিকেলের শেষে একরাশ কালো মেঘ নিয়ে এলে

আমার আকাশের রোদ টুকু নিশ্চিহ্ন করে মুছে দিয়ে গেলে ।

এরপর বিয়ের আগে শেষ দেখে ছিলাম চৈত্রের শেষে

পড়ন্ত রোদের নিমিষে গোধুলীর রঙ লেগেছিল আকাশের দেশে

তোমার পাশে এক সুপুরুষ যুবক ছিল প্রেমিকের বেশে

পাশাপাশি মানিয়ে ছিল তোমাদের অনেক বেশি

মনে আচড়ালো সমুদ্রের ঢেউ, জলে ভরে ছিল চোখ

ছোট্ট দীর্ঘশ্বাসে বলেছিলাম ওদের ভালো হোক-

ঠাকুর দেখো ওদের ভালো হোক ।

 

অনামিকা সেই যুবক কি এখন তোমার স্বামী ?

তুমি যা বলবে সব কিছুই বিশ্বাসের সঙ্গে মানি ।

তবুও মনের মধ্যে ছোট্ট একটা জিজ্ঞাসা বলবো অনামিকা 

তোমার কি এখনো মনে পড়ে বানের কবলে পড়া দীঘার কথা ?

সেই দীঘায় প্রথম যাওয়া তোমায় কাছে পাওয়া

সমুদ্রের ঢেউ গুনবো বলে এক ছুটিতে ব্যালকনিতে যাওয়া ।

সেদিন তুমি আমি সাগরের চড়ে ঝিনুক কুড়াবার ছলে

সাগরের সৈকতে ভিড়ে ছিলাম অনেকের দলে ।

এক পা চলা দু'পা চলা ঝিনুক কুড়াও বালি ছড়াও

জল ছিটিয়ে সাঁতার কেটে আমায় তুমি হারাও ।-

 

সেই সময়ে সাগরে ডাকল বান উপছে পড়ল ঢেউ

সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত ছিল, দুজনকে দেখলো না কেউ ।

হঠাৎ শুয়ে পড়ে বালিকা আঁকড়ে ধরার প্রয়াস

তখন তুমি আমাকে জড়িয়ে ধরে করেছিল বাঁচার আশ ।

ওখানে তোমায় আমায় বাঁচানোর ছিল না কেউ

আমাদের নিয়ে যেতে পারল না উত্তাল সাগরের ঢেউ ।

তোমার আমার দীঘার সেই স্বপ্ন ঘন দিনের কথা 

এখন কি সে সব কথা তোমার মনে পড়ে অনামিকা ?

যখন তুমি ওকে নিয়ে ঘুরে আসো স্বপ্নের কোন দেশে

তখন কি আমার কথা তোমার চোখে ভাসে ?

জানি না এসব আজ শুধুই নিরর্থক কথা কিনা

শুধু নিজের মনকে খুঁচিয়ে ব্যাথা পাওয়া কিনা ।

যদি সেই দিনের বানে ছুটে আসা উত্তাল সাগরের ঢেউ

তুমি বা আমি ভেসে যেতাম দুজনের মধ্যে কেউ

জানিনা আমাদের প্রেমের কাহিনী লিখতে কিনা কেউ ।

 

অনামিকা, বলতে পারো কেন এই স্মৃতির আগুনে হচ্ছি চাই ?

আমি ভুলতে চাই এই স্মৃতির বিষাদ কাহিনীটাই

কিন্তু আজও ভুলতে পারছিনা মনে জ্বলছে আগুন তাই ।

আজ আমার ঠাকুরের কাছে চাওয়ার কিছু নাই

তুমি ভালো থাকো সুখে থাকো এইটুকু কামনা করে যাই ।।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |


 

কবিতা - বোধন সুহাস বন্দ্যোপাধ্যায়

 কবিতা 

বোধন

সুহাস বন্দ্যোপাধ্যায়

Image Source : Internet


 

কাশের বনে খুশির হাওয়া

নাড়িয়ে মাথা দে দোল দোল ,

শিউলি ঝরে সকাল বেলা

আঙিনা জুড়ে খুশির রোল।

 

আকাশে ভাসে পেঁজা তুলো

সাদা মেঘের তরী রে ওই ,

খুশির টানে মন ভরে যায়

বাঁধন হারা আমি যে হ‌ই ।

 

নদীতে পাল তুলে ঐ ভাসছে তরী

মাঝির গানে ভরে রে মন ,

বাউল ভায়ের মিঠে গলায়

প্রাণ ভরে যায় - সামনে বোধন ।

 

মা আসছেন মা আসছেন

প্রতীক্ষার পালা এবার সাঙ্গ ,

জগৎ জুড়ে মায়ের পূজো

ধন্য ধন্য তুমি  বঙ্গ।।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা - আশ্বিন - সর্বানী বন্দোপাধ্যায়

কবিতা 

 আশ্বিন

সর্বানী বন্দোপাধ্যায়


Image Source : Internet
 

ঠাকুর দালান সেজে ওঠে মৃদু লয়

শরতের ঋতু মেঘ ছবি নিয়ে

কড়া নাড়ে দরজায়

আশ্বিন মাস প্রিয় ঋতু বরাবর

ফিরে আসে স্মৃতি সংযত রূপে,

সাজানো স্বয়ংবর

ছাতিমের বন, কাশফুল ভেজা ঘাস

শিউলির মৃদু গন্ধ জড়িয়ে

বেঁচে থাকা বারোমাস

অনেক হয়েছে অপেক্ষা সারাদিন

দুঃখেরা যাও মেঠো পথ ধরে,

হৃদয়ে অন্তর্লীন

অস্তরাগের পথে সন্ধ্যা আলিঙ্গনে

হেঁটে এসো প্রেম রাজকীয় সাজে

সুভাষিত অভিমানে

রেলপথ, ঘাসবন দূরে যাওয়া সুসময়

আলো জ্বেলে ফিরো বিরতির পরে,

ভাঙাচোরা রাস্তায়

অনেক হয়েছে অপেক্ষা সারাদিন

দুয়ারে এসেছে আলোর  ঋতু

দুরন্ত আশ্বিন

 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |


কবিতা - শরৎকাল - প্রদীপ কুন্ডু

 

কবিতা 

শরৎকাল

প্রদীপ কুন্ডু 

 

Image Source : Internet


 

শিশির ভেজা গাছের পাতা

শিশির ভেজা ঘাস,

প্রভাত হাওয়ার মিষ্টি স্রোতে 

হিমের সহবাস।

 

কাশের দেশে চপল বাতাস

নৃত্যে নতুন প্রাণ,

শিউলি টগর সোহাগ মাখা

আগমনীর গান।

 

আকাশ জুড়ে মেঘের খেলা

নদীর বুকে সুখ,

লালের ছোঁয়ায় প্রভাত আকাশ 

লাজে রাঙা মুখ।

 

বৈঠা হাতে মাঝির কণ্ঠে 

প্রেমের ভাটিয়াল,

ক্যানভাস ভরা রঙের ছোঁয়ায় 

পূর্ণ শরৎকাল।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা - কাশ বেলা - পিউ ভট্টাচার্য্য মুখার্জী

কবিতা

কাশ বেলা

পিউ ভট্টাচার্য্য মুখার্জী

Image Source : Internet


  

কাশবনে জোনাকিরা যেইক্ষণে রেখেছিলো দেহ,

সাদায় সাদায় মিশে ঢেকেছিলো দুঃখের দাগ,

সেইখানে সেইদিনে আজলার ছিটেফোঁটা স্নেহ

মুঠো খুলে চিৎকারে, হুঙ্কারে হেনেছিলো রাগ ।।

 

ঠাম্মার শিলনোড়া এক'কোনে ভিটেমাটি মাখে,

ঠাম্মার গন্ধেই মাতামাতি ছোটবেলা'গুলো,

কে যেন হঠাৎ করে তারপর কোনও এক ফাঁকে,

বড় বলে, সব সুখে লেপে দিলো 'লোভ' নামা ধুলো।

 

আজীবন ভেবে গেছি সুখেরা মায়ের মত ভালো,

সুখেদের নেই কোনও অভাবের টিনা-লোহা ভাঙা,

কেউ বলে দেয়নি এ আলেয়ার গায়ে লাগা আলো

আসলে নকল, এটা ক্ষরা মাটি দিয়ে গড়া ডাঙা !! 

 

বড় বেশি বেহিসাব গ্রাস করে আজকাল রাতে,

কেন যেন জোনাকিরা আশেপাশে ওড়ে দিশেহারা,

কেন যেন বেছে বেছে না পাওয়ার সবকটা খাতে,

শৈশব ছুটে আসে সাথে নিয়ে, সাথে ছিলো যারা ।।

 

এখনও কাশের বনে দুর্গার কোল-আঁচল ওড়ে,

এখনও অপু'রা সব 'অ্যাই দিদি' ডাকে গলা ছেড়ে,

এখনও আমার পুজো উঠোনেই খোঁজে ছেলেবেলা,

বিদায় জানাই আমি, বড়, তাই শুধু হাত নেড়ে ।।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা - পাশা -প্রদীপ্ত সামন্ত

 কবিতা

পাশা
প্রদীপ্ত সামন্ত


Image Source : Internet

পাশা খেলছে শকুনি ঘরের উঠোনে
চায়ের দোকানে, মদের ঠেকে,
মোড়ের মাথায় চৌরাস্তার বাঁকে,
অফিসে আদালতে।

আমরা যুধিষ্ঠির-বসে থাকতে থাকতে
মাঝে মধ্যে বদ খেয়াল চাপে,
কি করি,কি করি-একদান হলে
ভালো হয় এই ভর সন্ধ্যা দুপুরে।

চুলকে ঘায়ের মত চিড়বিড়ে অশান্ত
যুধিষ্ঠির পার্টনারের আশায়
তাকিয়ে এধারে ওধারে-
ওৎ পাতা শকুনিও জুটে যায়।

এখন ওপারে অদৃশ্য পুরুষ নারী
দান খেলে -ছক্কা পাঞ্জা কূট
দুরি, তেরি -রুহিতন, ইস্কাপন
লাখ ভেলকি লাক -লা লেগে যা...

তারপর যা হয় আর কি -ঘটি বাটি
বাড়ি বন্ধকী দিয়েও ক্ষান্ত হই না ;
ইজ্জতের কথা না ভেবে -উৎরাতে
বাড়ির মেয়ে মানুষে দান ধরি ....

যুধিষ্ঠির শকুনির এই শখের পাশা
নিজেদের ধ্বংস তো করেই

উপরন্তু লক্ষাধিক অক্ষৌয়িনী সেনা
দেশের মানুষেরে বিপদে ঠেলে..।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |


Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান