অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Thursday, April 11, 2024

কবিতা - কঙ্কাবতীর কথা - বিপাশা সমাদ্দার

 কবিতা

কঙ্কাবতীর কথা

বিপাশা সমাদ্দার


Image Source : Internet


কখনো সুখ খোঁজো পথের ধূলায় -

কখনো  সুখ খোঁজো মনের গহীন কোণে ;

কখনো ছেড়ে যাও  ভীষণ রকম অবহেলায় -

কখনো ভীষণ রকম  আগলে রাখো মনের টানে ;

আকাশটাকে  অপরূপা লাগে জোৎস্না এলে, 

কলঙ্ক টুকু কেন তোলা থাকে শুধুই চাঁদের কপোলে। 


তোমার জন্য  লক্ষ আলো থাক জগত জুড়ে, 

কলঙ্ক যতো থাক না কেবল কঙ্কাবতীর তরে ;

চেয়ে ও পাইনি যাকে, 

ছেড়ে দিলাম তাকে আকাশ মাঝে-

আমার হলে ফিরবে আবার 

মন কেমনের সময় এলে । 


আর যদি অন্য কোথাও -

মনের খেলায় সব ভুলে যাও, 

নতুন কোনো মন খুঁজে পাও ;

তখন ঠিক  পাষাণী  হবো -

মনের ঘরে আগল তুলে দিয়ে, 

রূপকথা কঙ্কাবতীর  জন্য নয় জেনে যাবো ।। 


| ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |



কবিতা - শারদীয়া - সুব্রত চৌধুরী

 কবিতা

শারদীয়া

সুব্রত চৌধুরী

 

Image Source : Internet

 


নদীর তীরে কাশের বনে সাদা কাশের সাজে

খুকুমনির মাথায় শোভে শিউলি ফুলের তাজে।

 

পাড়ায় পাড়ায় পড়ে সাড়া আগমনীর গানে

প্রেম  প্রীতি ছড়ায় দ্যুতি সবার মনে প্রাণে।

 

নাইয়র আসে বাপের বাড়ি ঊমা মায়ের টানে

খুশে মাতে দিনে রাতে সৃষ্টি সুখের বানে। 

 

সন্ধ্যা নামে ঢাকের তালে মোহন বাঁশির সুরে

কুটুম বেড়ায় ঠাকুর বাড়ি ডাহুক ডাকে দূরে।

 

সন্ধ্যা বেলা রূপের মেলা  খুশির ঘড়া উপুড়

ধুনুচি নাচে ছন্দ তোলে খুকুর পায়ের নুপুর।

 

মঙ্গলদীপের আলোয় ঘোচে মনের যতো কালো

শারদীয়ায়  ঘরে ঘরে জ্বলে সুখের আলো।

 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা -পাদপ্রদীপ - শ্রীপর্ণা বন্দোপাধ্যায়

 

কবিতা

পাদপ্রদীপ

 শ্রীপর্ণা বন্দোপাধ্যায়


Image Source : Internet


 

আমার গাছে ধরে না ফুল

আসে না তো পাখি,

হয়তো ছাদে আকাশও নেই

ছবি কীসের আঁকি?

 

যদিও আঁকি আলোর ছবি

সবার মতো করে,

তোমার চোখের চালচিত্রে

ধরা কোথায় পড়ে?

 

তাই তো ভরে পাঠাই না আর

আমার রঙের ডালি,

আঁকছি ছবি দেখছি যেমন

অন্ধকারের খালি।

 

তোমরা আছ আলোকবৃত্তে

খ্যাতির দ্যুতি মেখে

পাদপ্রদীপখানি ধরে

আমিও যাচ্ছি দেখে।

 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |

 

কবিতা - তিলোত্তমা -অভীক দাস

 

কবিতা

তিলোত্তমা

অভীক দাস


Image Source : Internet

 

তুমি হে সুন্দরী তিলোত্তমা! জাগে প্রাণে উত্তেজনা!

শিহরণে মুহূর্তেরা,তিন শতকের জমানো উদ্দীপনা।

ভোরের রাস্তাগুলি চলে, ট্রামলাইন অদ্ভুত কায়দায়!

কালে-প্রবাহে হারিয়েছে জৌলুস,এক্স কলকাতায়।

 

টালা থেকে টালিগঞ্জ, সদন থেকে রবীন্দ্র সরোবর!

পার্ক স্ট্রিটের রেস্তোরা,চৌরঙ্গী ও রোমান্সের শহর।

রাজনীতি থেকে ইডেন, যুবভারতী থেকে ব্রিগেডে!

গড়িয়া হতে ছোটা পাতালে দমদম মেট্রো কর্শেডে।

 

ফেস্টিভ্যাল ফিল্মের পৃথিবী রঙিন,আজও নন্দনে!

ভিক্টোরিয়ার পাথুরে কষ্ঠি পরী, সাইরেন আহ্বানে।

হাওড়া ব্রিজ,হুগলি সেতু, মা উড়ালপুলের

হুঙ্কার!

আধুনিক কংক্রিট বিয়াল্লিশে,আশমানী অঙ্গীকার।

 

কালের প্রবাহে হারালো পথ নাটক,বন্ধ সিনেমাহল!

শপিং মল,মাল্টিপ্লেক্সে দৌরাত্ব্যে কৃত্রিম কোলাহল।

চিৎপুরে গলিপথে যাত্রা,কাঁদে যন্ত্রণায়, সে নীরবে!

থিয়েটার, স্টেজ, রঙ্গমঞ্চ অতীত হরফে গৌরবে।

             

তবু উৎসবে জাগে উত্তেজনা, দুর্গা প্রতিদ্বন্দ্বী থিমে!

ঈদে,খ্রীষ্টে,বছর শেষে শহরে আলো,সাজা কৃত্রিমে।হৃদয়ে কল্লোলিনী, স্মার্টফোনে নেটিজেনের উপমা!

কলকাতা চিরযৌবনা,প্রেমের ককটেলে তিলোত্তমা।।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা -গাঁয়ের শ্রাবণ - বিজন বেপারী

 

কবিতা

গাঁয়ের শ্রাবণ

বিজন বেপারী 

Image Source : Internet



 

শ্রাবণ মাসে মেঠো পথে

চলতে ভীষণ কষ্ট,

পা পিছলে গেলেই হবে 

জামা কাপড় নষ্ট!

 

তাইতো দেখি বুড়ো দাদু

সাবধানে পা ফ্যালে,

ছোট্ট খোকা কিশোরীরা

আধটুকু পা ম্যালে।

 

গড়গড়িয়ে ব‌ইছে পানি

পথের ওধার দিয়ে,

ধানের ক্ষেতে ডাহুক পাখি

ঘুরছে ছানা নিয়ে।

 

গলা সমান পানির ঝিলে

শাপলা তোলে কেউ,

উপচে পড়ে নদী গাঙে

মধুর শত ঢেউ।


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা - অনুভূতি - সৌভিক ভান্ডারী

কবিতা

অনুভূতি

সৌভিক ভান্ডারী

Image Source : Internet


  

এই শহর জুড়ে আসুক বর্ষা,

নামুক বৃষ্টি ;

জানবো এটাই তার অপরুপ,

প্রকৃতির সৃষ্টি...!

 

আবার আসুক এই শহর জুড়ে,

কালবৈশাখীর ঝড় ;

ঘন অন্ধকারে দেখবোই না,

কে আপন কে পর...!

 

ঝম ঝম বৃষ্টির ফোঁটা,

পড়ুক টিনের চালের উপর ;

মেঘলা আবহাওয়ায় চিনবোই না,

কোনটা সকাল কোনটা দোপর..!

 

পাশে থাকা পায়রার গান,

জুড়িয়ে দিক যেন এই মন ও প্রাণ ;

আবার বাজুক শব্দ, টিনের ঝুম ঝুম,

এমনটা শুনে যেন, আসুক নিঃসঙ্গের ঘুম... !

 

অবুঝ মনে ঘুমিয়ে পড়বো,

কোমল পালকের বিছানায় ;

অনুভূতি যেন হবে বড়ো,

স্বপ্নের শেষ ঠিকানায়...!

 


 | ALEEK PATA- Your Expressive World | Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year 2024 | April-24 | Seventh Year First Issue |

| © All Rights Reserved by The Editor and The Publisher |

| Published By : Aleek Publishers- www.aleekpublishers.com | 

| a DISHA-The Dreamer Initiative |




Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান