অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Saturday, January 8, 2022

ছড়া-থলি উদ্ধার - বিশ্বজিৎ রায় চৌধুরী

 থলি উদ্ধার

বিশ্বজিৎ রায় চৌধুরী

 

Image Courtesy: Google Image Gallery

ভূষণের বড়মামা, ভারী ভূলো মন,

বাজারের থলি হাতে বেড়ান উঠোন।

একে ওকে ডেকে বলেন, দেখেছিস নাকি ?

সেই থলি, যাকে আমি হ্যাঙারেতে রাখি ।

আমরা খুবই ছোট বুঝি নাতো কিছু ,

থলি খুঁজে ঘুরি শুধু তাঁর পিছু পিছু।

এহেন সে বড়মামা, সকলের প্রিয়,

ঘটনা ঘটান যা অতি নাটকীয়।

অবশেষে উদ্ধার করা গেল থলি ,

থলি তো তাঁরই হাতে, নেই হাত খালি।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |


ছড়া-শরৎ -অভিজিৎ মান্না

 

শরৎ

অভিজিৎ মান্না

Image Courtesy: Google Image Gallery
 

যেই ফুটেছে ভোর

অমনি তখন সরসরিয়ে

 

শরৎ খোলে দোর।

শিউলি ঝরে রাশি

চোখ মেলেছে রবি মামা

ঠোঁটের কোণে হাসি।

 

কিচির মিচির পাখির ঝাঁক

যাচ্ছে কারা হেঁটে

চলতে ঠিক নিচ্ছে খুঁজে

ভাঙা পথের বাঁক।

 

শান্ত হাওয়ায় আসছে ভেসে

শাঁখের আওয়াজ মৃদু।

সোনালী রোদ ঠিকরে পড়ে

সেই তো একই হেসে।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

ছড়া-সবুজ গাঁয়ের মেয়ে- মিনাক্ষী মন্ডল

 

সবুজ গাঁয়ের কন্যা

মিনাক্ষী মন্ডল 

 

Image Courtesy: Google Image Gallery

 

সবুজ গাঁয়ের কন্যা সে

নামটি তার কাজলা,

ডাগর ডাগর চোখ দুটি

রঙটি তার শ্যামলা।

 

তেপান্তরের ওই মাঠে

ছাগ চরাতে যায়।

দিনের শেষে ঘরে ফিরে

ঠান্ডা ভাত খায়।

 

সুখ দুঃখের ব্যাখ্যা

ছিলনা তার জানা,

হাসিটুকুই সম্বল ছিল

স্বপ্ন দেখা মানা।

 

সুন্দর একটি মন ছিল

ছিল মনে কথা,

শোনার মত মানুষ নেই

এটাই তার ব্যথা।

 

ছাগরাই ছিল বন্ধু স্বজন

ভালোবাসার সাথী,

তাদের নিয়ে কাটতো সময়

তারাই হিতার্থী।

 

উঁকি মারে ইচ্ছেগুলো

এক চাঁদনী রাতে,

বাস্তবের আঙিনায়

কাঁকড়া বিছা ওঁতপাতে।।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

ছড়া-পরোপকারী -অমিত চট্টোপাধ্যায়

 

পরোপকারী

অমিত চট্টোপাধ্যায়

 

Image Courtesy: Google Image Gallery

রতনবাবু রতনবাবু

কয়েক মিনিট সময় হবে

না না এখন ভীষন তাড়া !

বলুন তবে আসবো কবে ?

 

পরেশ কাকা পরেশ কাকা

দিন না আমায় দশটা টাকা

জ্বালাস না তো যখন-তখন

মাসের শেষে পকেট ফাঁকা !

 

মিতিনমাসি মিতিনমাসি

পুরনো জামাকাপড় আছে ?

দেরি করে বললিরে তুই

বাসন কিনতে সবই গেছে ।

 

সবাই বলে পাগলা বাবুল

অনেক লোকই এড়িয়ে চলে

সবার আগে বুক পেতে দেয়

কারো কোনও  বিপদ হলে

 

নিজের জন্য চায়না কিছুই

দায় নিতে চায় অন্যজনের

আমরা কবে পারবো হতে

ওরই মতো এমন মনের।


ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

Thursday, January 6, 2022

কবিতা-যেমন রূপকথা -পাপিয়া

 

যেমন রূপকথা

পাপিয়া

Image Courtesy: Google Image Gallery


 

একটা গল্প বলবি আমায়?

বেশ একটা সুখের গল্প।

রূপকথার মত সাতরঙা,

যাদুকাঠি আকাশছোঁয়া।

দত্যি দানো বড্ড পাজি

ওসব কথা থাকবে বাকি।

পরী থাকবে, ঘোড়া থাকবে।

অবাক করা খুশী থাকবে,

ইচ্ছে মোড়া মন থাকবে।

গানের মত সুর থাকবে।

আর থাকবে '' আর 'সে '-

একটা ছেলে একটা মেয়ে।

এমন একটা গল্প বানা,

ঘুম পাড়ানি, মেঘলামায়া।

মিছিমিছি তুই আর আমি -

ঠিক যেমনটি আমরা জানি।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-তোকে দিলাম -সন্দীপ গাঙ্গুলী

 

তোকে দিলাম

সন্দীপ গাঙ্গুলী

Image Courtesy: Google Image Gallery


আগামী কি দেব তোকে

এক ঝাঁক উজ্জ্বল ভবিষ্যত,

এক স্বপ্নিল আকাশ,

আর হারিয়ে ফেলা সবুজ শৈশব?

 

তোকে দিলাম জ্বলন্ত এক যৌবন

দুপুর রোদে পায়ে পায়ে ঘোরা অবহেলা

সন্ধ্যার ফুসফুস ভরা হাসি

আর রাতে চন্দ্রিল স্বপ্নের শিহরণ।

তোর গন্তব্যহীন পথচলায় দিলাম

আমার চুরি যাওয়া একুশের পদক্ষেপ

আমার সুখহীন স্মৃতি ভাসিয়ে দিলাম

কফির টেবিলে সিগারেটের শেষ টানে

আমার হারিয়ে ফেলা ক্রোধ তোকে দিলাম

শহর উজানের আহ্বানে,

আমার কয়েকটা ভালবাসা,

অ্যালবামে রাখা সাদা কালোর অহংকার সব তোকে দিলাম...

আমার সমস্ত নিল শিখার প্রহর, আত্মহনন, অভিমান, সব...

ভালবাসার পরশ মাখা প্রথম চুম্বন  উড়িয়ে দিলাম আগামী আজ তোর অন্বেষণে।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-ঢোঁড়া সাপের খোলস -অভিষেক ঘোষ

 

ঢোঁড়া সাপের খোলস

অভিষেক ঘোষ

Image Courtesy: Google Image Gallery
 

চেয়ে তুমি আজ সুন্দরকে দেখো

বাস্তবের ওই রুক্ষ পথে, থতমত !

ঢোঁড়া সাপের খোলসে চোখ রাখো

পঙ্গু যত বিদ্রোহ আর রঙ্গ কত !

 

অভিজ্ঞতা মানেই যেন দমন-বমন

কাকতালীয় আকূল ক্রোধে শব্দ খোঁজা,

ঝাঁঝরা বুকে পদ্ম-প্রলাপ মনকেমন

কবিদের নেই কলম-কামান, মুখ বোজা ।

 

অন্ধ চোখে শুকনো মুখে প্রতিক্রিয়া

কবিতা যেন মৃতের বুকে শ্মশান-চাঁপা ।

অন্তঃকরণ টবের গাছে, খাঁচায় টিয়া

মগজখানা মরশুমে যেন ইলিশ ভাপা ।

 

প্রত্ন-চিবুক ক্ষয়াটে মুখ দুঃখবাদী

অন্তরঙ্গ দু-চার কথা, প্রতারণা,

আগ্নেয় হাত, আত্মসাৎ প্রতিবাদী

সংবিগ্ন ইচ্ছে-মুকুল, ভুল প্রেরণা ।

 

শ্রাবণেই হোক রক্ত মেখে স্নান তবে

পাপ স্বাভাবিক বর্ষাতেই ধুয়ে যাবে,

কলজে আছে, মরচে-পড়া দেহ-শবে

সব অনুতাপ দু-হাতে চটকে মেখে খাবে।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান