অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Thursday, January 6, 2022

কবিতা-ঢোঁড়া সাপের খোলস -অভিষেক ঘোষ

 

ঢোঁড়া সাপের খোলস

অভিষেক ঘোষ

Image Courtesy: Google Image Gallery
 

চেয়ে তুমি আজ সুন্দরকে দেখো

বাস্তবের ওই রুক্ষ পথে, থতমত !

ঢোঁড়া সাপের খোলসে চোখ রাখো

পঙ্গু যত বিদ্রোহ আর রঙ্গ কত !

 

অভিজ্ঞতা মানেই যেন দমন-বমন

কাকতালীয় আকূল ক্রোধে শব্দ খোঁজা,

ঝাঁঝরা বুকে পদ্ম-প্রলাপ মনকেমন

কবিদের নেই কলম-কামান, মুখ বোজা ।

 

অন্ধ চোখে শুকনো মুখে প্রতিক্রিয়া

কবিতা যেন মৃতের বুকে শ্মশান-চাঁপা ।

অন্তঃকরণ টবের গাছে, খাঁচায় টিয়া

মগজখানা মরশুমে যেন ইলিশ ভাপা ।

 

প্রত্ন-চিবুক ক্ষয়াটে মুখ দুঃখবাদী

অন্তরঙ্গ দু-চার কথা, প্রতারণা,

আগ্নেয় হাত, আত্মসাৎ প্রতিবাদী

সংবিগ্ন ইচ্ছে-মুকুল, ভুল প্রেরণা ।

 

শ্রাবণেই হোক রক্ত মেখে স্নান তবে

পাপ স্বাভাবিক বর্ষাতেই ধুয়ে যাবে,

কলজে আছে, মরচে-পড়া দেহ-শবে

সব অনুতাপ দু-হাতে চটকে মেখে খাবে।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-আবার আসিব ফিরে- শুভ্রব্রত রায়

 

আবার আসিব ফিরে

শুভ্রব্রত রায়

Image Courtesy: Google Image Gallery

নৌকার দাঁড় বেয়ে

পাড়ি দেব আমরা দূর-বহুদূর।

প্রকৃতিপ্রেমে পাগল হয়ে,

একত্রে গাইব গানের সুর।

 

আবার যদি আসি ফিরে

খড়ি নদীটির তীরে,

পেয়ে আমায় বাসবে ভালো

ভাসবো আঁখির নীরে।

 

তোমার আমার হবে দেখা

ফিরব নাকো একা একা,

আনবে তোমার প্রেমের ডালা

আমার ঝাঁপি থাকবে রাখা।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-শূন্য হাতে - মোহিত ব্যাপারী

 

শূন্য হাতে

মোহিত ব্যাপারী

Image Courtesy: Google Image Gallery
 

তুমি যে আমার নও, ছিলে না কোনদিন।

সে আমি বেশ ভালো করেই জানি।

আমিও যে তোমার নই, ছিলাম না কোনদিন।

তুমিও তা বেশ ভালোই জানো।

ভুবন মাঝি গান গেয়ে দাঁড় বায়।

উজান ভাটির খেলায় কেউ আগে যায়,

কেউ বা আবার পিছেই পড়ে রয়।

একলা আসা যাওয়া, একলা কথা বলা।

আসা যাওয়ার মাঝে কেবল ভালো থাকার অভিনয়।

নিতান্তই আপন ভেবে পুতুল পুতুল খেলা।

মাটির পৃথিবী পড়েই রবে মাটির উপর,

যবে ভবের খেলা সাঙ্গ হবে।

ভবের ঘরে যা কিছু সব তেমনি রবে।

শূন্য হাতে ফিরবে তুমি আপন ঘরে।

 

 ফিরুন সূচিপত্রে




| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

 

কবিতা-অবসান -দীপ্তেশ চ্যাটার্জী

 

অবসান

দীপ্তেশ চ্যাটার্জী

 

Image Courtesy: Google Image Gallery

স্মৃতির সরণীতে জমাট বাঁধে মর্মস্পর্শী আবেগরা।

হারানো সে চঞ্চলা মুখমন্ডল মানসপটে ধরা দেয়।

অন্তরাত্মার দর্পণে হয় প্রতিবিম্ব রূপে উদ্ভাসিত।

 

মায়াময় তার সেই দুচোখ আজ মনপারাবারের  খেয়ার সারথী ।

সে যে কল্লোলিনী তটিনী, তিলোত্তমার জ্বলন্ত শিখা।

ভারাক্রান্ত মন তাই নিশ্চল,গতিহীন।

ফেলে আসা আবেগঘন দিনেরা বাস্তবের আগুনে ভস্ম।

স্তব্ধতার খাঁচায় কি তবে আশারা আজ বন্দি?

কালচক্রের নাগপাশে কি শ্বাসরোধিত স্বর্ণময় অতীত?

হ্যাঁ! স্বপ্নময় কাব্যের অনিন্দিত উষসী আজ এক অন্য পথের যাত্রী।

দিগন্তের ওপার হতে ভেসে আসে মনখারাপের সুর।

বিদায়ের বার্তা প্রতিধ্বনিত হয় বদ্ধ মনের জানলায়।

পাশে থাকার প্রতিজ্ঞারা উপেক্ষার উষ্ণতায় হয় তপ্ত।

যত্নশীল বিশ্বাসেরা অবহেলিত আর পরিতক্ত্য।।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-বৃষ্টির সন্ধ্যায় -নিবেদিতা বর্মন

 

বৃষ্টির সন্ধ্যায়

নিবেদিতা বর্মন

Image Courtesy: Google Image Gallery
 

চমকি চমকি উঠে

বাদলের ফাঁকে ফাঁকে,

গুড় গুড় ডাকে মেঘ

ছাড়ে হুঙ্কার।

              থাকিয়া থাকিয়া আমি

              চকিত হইয়া উঠি,

              কাঁপিয়া কাঁপিয়া উঠি

              থর থর থর বার বার।

বুক করে দুরু দুরু

এবার কি হল শুরু!

আকাশ ভাঙ্গিয়া নামিল

বারিধারা মুষলধারে।

              বৃষ্টির ঝম ঝম শব্দে,

             ভেজা মাটির গন্ধে,

              প্রকৃতি নাচিয়া উঠে

             বৃষ্টির ছন্দের তালে।

পরাণ হরষিত,

কিঞ্চিৎ শঙ্কিত।

দরজায় খিল দিয়া দেখি

দাঁড়ায়ে জানলার ধারে।

               সন্ধ্যা কাটিয়া গেছে,

               প্রদীপ জ্বলে নাই ঘরে,

               প্রহর গুনিতেছি

               চাহিয়া আকাশের পানে।

প্রহর কাটিয়া যায়

অবসান তো হয় নাই,

বিদ্যুতের ঝলকানি

বাড়িতেছে থাকি থাকি।

                জ্বালায়ে মোমবাতি

                আবারও জানলায় আসি,

                ফেলে আসা স্মৃতি-ছবির

                মনে কাটি আঁকিবুকি।।

 

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিজেরই ছায়া -উদয়ন চক্রবর্তী

 

নিজেরই ছায়া

উদয়ন চক্রবর্তী

 

Image Courtesy: Google Image Gallery

 

একটা ময়ুরপঙ্খী ঘুড়ির পেছনে

ছুটে চলেছে বাউল দিনের ছেলেবেলা

বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে চলেছে ক্যালরি

বৃদ্ধি পাচ্ছে দেহকোষ স্নায়ুকোষ হাত ধরে

একটা নাটকের চিত্রনাট্য তৈরির অছিলায়।

সমান্তরাল দুটো রেখা এগিয়ে চলেছে

কাছাকাছি এসে মিলিত হবার জন্য বারবার

আমি মিলিয়ে নিচ্ছি নিজের অবস্থান,

হারিয়ে যাচ্ছি আর জিজ্ঞেস করছি আমাকে

আমার মতো দেখতে নাকি আমি নিরন্তর

পাল্টে ফেলেছি চিত্রনাট্য সম্পূর্ণ হবার জন্য।

প্রতিদিন আয়নাবাজী তে বোঝা যায়না

কতটা ঝুঁকে গেছে নিজেরই ছায়া নিজস্ব দিগন্তে ময়ুরপঙ্খী ঘুড়ি উড়ে গেছে নিজস্বতায়

এবার হয়তো হারিয়ে ফেলবে ঠিকানা সময়ের বুকে ভেসে।


ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-অনুভব -সুমিত্রা পাল

 

অনুভব

সুমিত্রা পাল

Image Courtesy: Google Image Gallery


যদি কোনদিন         এক নির্জনে,

আমায় তোমার        পড়ে মনে ,

খুঁজে দেখো           হৃদয় মাঝে ,

থাকব সেথা          সকাল সাঁঝে।

ডেকো তুমি           মনে মনে ,

পাবে আমায়          হৃদয় কোণে,

থাকব সদা           তব মনে ,

রইবো সেথা          প্রীতির সনে।

 

কোন এক ভোরে     ঘুমের ঘোরে ,

রইব তোমার         বাহুর ডোরে ।

কোন নির্জন          এক দুপুরে,

ছায়া রূপে            রব ঘরে ,

স্নেহ ভরা             চোখে চেয়ে ,

আসবে আমার        পানে ধেয়ে।

কোন এক নির্মল      প্রভাত বেলায় ,

যদি ফুল              হই আঙিনায়,

মিষ্টি গন্ধে            ভরে দেবো ,

মনটি তোমার         কেড়ে নেব ।

আমার কথা           ভাববে মনে ,

রইবো সেথা          প্রীতির সনে।

 

কোন এক বৃষ্টি        ঝরা সন্ধ্যায়,

থাকবে তুমি          তোমার জানালায় ,

বাতাস এসে          পরশিবে ,

তখন আমায়          মনে পড়বে ।

জ্বলে উঠবে           সন্ধ্যার দিয়া ,

ভাসবে নয়ন          কাঁদবে হিয়া ।

কোন এক নীরব      নিশুত রাতে,

ভাঙবে ঘুম           মোর ছোঁয়াতে।

দেখবে তুমি          জ্যোৎস্না রাতে ,

বসে আছি            তোমার সাথে,

তব মনে             প্রতি ক্ষণে ,

রইব সেথা           প্রীতির সনে।


ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান