অভিষেক
ঘোষ
Image Courtesy: Google Image Gallery
চেয়ে তুমি আজ সুন্দরকে দেখো
বাস্তবের ওই রুক্ষ পথে, থতমত !
ঢোঁড়া সাপের খোলসে চোখ রাখো
পঙ্গু যত বিদ্রোহ আর রঙ্গ কত
!
অভিজ্ঞতা মানেই যেন দমন-বমন
কাকতালীয় আকূল ক্রোধে শব্দ
খোঁজা,
ঝাঁঝরা বুকে পদ্ম-প্রলাপ
মনকেমন
কবিদের নেই কলম-কামান, মুখ বোজা ।
অন্ধ চোখে শুকনো মুখে
প্রতিক্রিয়া
কবিতা যেন মৃতের বুকে
শ্মশান-চাঁপা ।
অন্তঃকরণ টবের গাছে, খাঁচায় টিয়া
মগজখানা মরশুমে যেন ইলিশ ভাপা
।
প্রত্ন-চিবুক ক্ষয়াটে মুখ
দুঃখবাদী
অন্তরঙ্গ দু-চার কথা, প্রতারণা,
আগ্নেয় হাত, আত্মসাৎ
প্রতিবাদী
সংবিগ্ন ইচ্ছে-মুকুল, ভুল প্রেরণা
।
শ্রাবণেই হোক রক্ত মেখে স্নান
তবে
পাপ স্বাভাবিক বর্ষাতেই ধুয়ে
যাবে,
কলজে আছে, মরচে-পড়া দেহ-শবে
সব অনুতাপ দু-হাতে চটকে মেখে
খাবে।
️