অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Thursday, January 6, 2022

কবিতা-বাবার চাদর -সোমনাথ সাহা

 

বাবার চাদর

সোমনাথ সাহা

Image Courtesy: Google Image Gallery
 

"The past is never dead. It's not even past.

                                    --- William Faulkner

                                ( Requiem for a Num )

  

স্নেহের উষ্ণতা জড়িয়ে আছে আমায় নিভৃতের  আলিঙ্গনে।

জন্মদিনের সন্ধ্যায় নিজেকে ছোঁবো বলে বাবার চাদরে মুখ গুঁজে রয়েছি।

আমার হৃদয়পোড়া অন্তঃস্থলে অন্ধত্ব ঠেলে জন্ম নিচ্ছে নতুন ভগবান।

আমরা সবাই যেন তাড়া খেতে খেতে ফুটপাথ বদল করে চলেছি।

তবুও চোখের আড়াল থেকে অদৃশ্য এক চোখ নজর রাখছে , যেভাবে বাবার চাদর জড়িয়ে ধরে ছায়াশূন্য অধঃপতনের আগে।

পৌষের রোদ্দুরের মতো ওম আজও শাসন করে আমার তরল পিপাসু ভিড়।

আমি বুঝতে পারি আমার ভিতরে এক নির্জন রাত্রি আছে ; যাকে জড়িয়ে ধরেছে ভুরুর মতো কুঁচকে ওঠা ব্যথা।

সমাপ্ত বয়সে এসে দুচোখে ভাবাশ্রু দিয়ে বাবার চাদর স্পর্শ করে জানতে পারি তুমি আছ মায়ের গানে, জাতকের রূপে, গত জন্মের আদর-চিহ্নে।

তোমার জন্য কাঁদতে পারিনি কোনোদিন, তাই ঘৃণার অন্ধকারে মাটির ধুলোকে জড়িয়ে ধরে জন্মান্তরের বিলাপ করছি।

আমার স্মৃতি পথে ঘোরে অপমানের জ্বালা।

সঙ্গী বলতে আছে বাবার শরীরে মাটির ধূসরতা, বাকি সব মেঘ।

প্রবল বৃষ্টি হবে এখন। কারণ,

এক বিশুদ্ধ মৌন পবিত্র পদযাত্রা শুরু হতে চলেছে  শুধু তাই-ই পবিত্র , যা ব্যক্তিগত , যা একান্ত আপন ভাবে বাবার চাদর হয়ে জড়িয়ে থাকে কালান্তরে কালে।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিষ্ঠা -সুজন দাশ

নিষ্ঠা

সুজন দাশ

Image Courtesy: Google Image Gallery

 

নিষ্ঠা হলেই কর্মের মাঝে সৃষ্টির ফুল ফুটে,

নিষ্ঠা বিহীন সফলতা যেন চিরতরে যায় টুটে।

নিষ্ঠার সাথে লেগে থাকো যদি,

উজানের স্রোতে বয়ে যাবে নদী।

ধরা দিয়ে যাবে অধরা স্বপন একদিন তব কাছে,

আশার পক্ষী গান গেয়ে যাবে প্রেরণার গাছে গাছে!

 

নিষ্ঠার সাথে লেগে থাকে যেই সকল কর্ম মাঝে,

অন্তর তার নির্মল থাকে উৎসাহ পায় কাজে!

সময় তাহারে শিখিয়ে পড়িয়ে,

শিল্পীর মত নেয় যে গড়িয়ে।

নিষ্ঠায় তারে সহিষ্ণু করে ভুলিয়ে দুঃখ জ্বালা,

কপালে তাহার এঁকে দিয়ে যায় বিজয়ের সুখ পালা।


ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |








 

Wednesday, January 5, 2022

কবিতা-ইচ্ছেসাথী -হামিদুল ইসলাম

 

ইচ্ছেসাথী

হামিদুল ইসলাম

Image Courtesy: Google Image Gallery
 

হিসেবের খাতায় এখন প্রতিদিন গরমিল

জোনাক রাত বিনম্র ছায়া ফেলে

কজ্জলী জলে

বঁড়শির টোপে আটকে যায় সময়। ক‍্যাকটাস জীবন।। 

 

জল ভাঙি শিশির পায়ে পায়ে

জলে ডুবি প্রতিদিন

যেন শ‍্যাওলা মানুষ

জলে ভাসে শতাব্দী প্রাচীন মৃত শুকতারা। অলোক  কথন।।

 

পায়ে পায়ে ছায়া মাড়াই

কখনো ছায়া হই নিজের পায়ের

ছায়াময় জীবন ঘুড়ি হয়। ছায়া ছায়া ঘুড়ি

ছায়া ছায়া বেআব্রু সহবাস।।

 

হাতে রাখি ইস্কাপণ

এলেম জানে না এখনো প্রান্তিক মানুষ

শীতের কাফন ওড়ে সান্ধ‍্য বাতাসে

ছুঁয়ে দেখি জীবন। কাফনে জড়ানো মুখ আমি। আমিময়।।

 

সূর্যের দেশে জমা করি বাসি ঋণ

নৈঋর্তে অশনি সংকেত

পুড়ে যাচ্ছে ভূগোল বাড়ি। স্বপ্নময় অতীত

কাগজের নৌকোয় তুমি আমি বেঁধে রাখি অবাধ‍্য দিন।।

 

নৈরাশ‍্যের বালিকা বধূরা ছুঁয়ে যায় মন। আঁচলে ঢেকে রাখে কদর্য জীবন।।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |


কবিতা-ছেঁড়া কাপড় ভিক্ষে চাই - রানা জামান

 ছেঁড়া কাপড় ভিক্ষে চাই

রানা জামান

 

Image Courtesy: Google Image Gallery

এবার পড়েছে খুব শীত মাগো

জলের জিনও কাঁপছে থরথর

ভালুক শুকনো পাতা জড়াচ্ছে গায়ে

বাঘ নাকের ডগার শিকার ধরছে না

সবুজ ঘাসেরা কুঁকড়ে আছে শিশির চুমোয়

 

খাবার চাই না কোন মাগো আজ

উদরে পাথর বেঁধে সইতে পারি ক্ষুধা

পারি না সইতে হাড় কাঁপানো শীতটা

চারপাশে নেই একটুখানি ওম

হাত-পা’র বোধ মরার মতন

 

দাঁতহীন মাড়ি বাড়ি খাচ্ছে ঠকাসঠক

একটু পরম ওম চাই গো মা

ভিক্ষে চাই পুরাতন ছেঁড়া গরম কাপড়।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-দিন শেষে -লাবণী

 

দিন শেষে

লাবণী

Image Courtesy: Google Image Gallery

 

প্রথম থেকেই গোছা গোছা স্বপ্ন!

কটা মিলত কে জানে,

তবে দেখা পিছু ছাড়তো না !

মেঘের তালে তালে নিজেকেও ভাসিয়েছি আমি,

বড্ড মাতাল হয়েছি প্রেমে।

তোমার সাথে হয়েছি মাতোয়ারা,

তোমার স্পর্শে পেয়েছি সেই মানিক!

এক পাতে, এক সাথে খাওয়া!

সোমরসে ভিজিয়ে দিলে ঠোঁট!

উফ্! এক সন্ধ্যায় কি অসম্ভব জড়িয়ে দিলে মায়ায় !

চোখে জল আসা বারণ - কিন্তু চোখ নিরুপায় ছিল।

তোমার কাছে সবই বাধাহীন।

ছোটো ছোটো ভালো লাগা পরিণত নয় চরম ভালোবাসায়।

আজ আমরা পৃথক নয়।

মিলে মিশে একাকার!

সেই পুজো মণ্ডপে এক পাতায় ঘুগনি - বেশ টান টান উত্তেজনা !

হুসেন সাগরের কুলু কুলু শব্দে যখন মন উথাল পাতাল,

তোমার মনের স্রোতে আমিও ডুবে গেছিলাম তখন।

ছোটো ছোটো পছন্দের খেয়াল রাখা - চরম পাওয়া।

অভিযোগ নেই তাই আর কারো কাছে।

তুমি আছো, হৃদস্পন্দন আছে।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-আমি সেই মেয়ে -মানস দেব

 

আমি সেই মেয়ে

মানস  দেব

Image Courtesy: Google Image Gallery

 

 হ্যাঁ , আমি সেই মেয়ে

 নাম, টুকটুকি দাস

 পরিবারের শত কষ্টেও

 করেছি  এম.এ পাস ।

 

চোখে ছিলো স্বপ্নের পাহাড়

হবো হাই স্কুল শিক্ষিকা

প্রতিবন্ধকতাকে পিছে ফেলে

পড়াশোনাই  ছিল মনোভীক্ষা ।

 

 চাকরি পাবার লক্ষ্য নিয়ে

 ছুটেছি হেথা - হোথা

 কোথাও মেলেনি সবুজ সংকেত

 শেষে ঘরে ফিরে আসা ।

 

বাবা - মার  দুঃখ দেখে

বার বার কেঁদেছে প্রাণ

লজ্জা-শরম পিছে ফেলে

হাতে ধরেছি চায়ের কেটলি খান ।

 

 সকাল থেকে রাত্রি পর্যন্ত

 চা বেচি  হাওড়া স্টেশনে

 এম. এ পাস চা-ওয়ালি দেখে

 সবাই দেখে ডাগর চোখে ।

 

যতই থাকুক শিক্ষা পেটে

কোন পেশা যে তুচ্ছ নয়

জীবন-জীবিকা হলে সৎ

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

হবেই  যে  তার  জয় ।

কবিতা-কবিতা -সুশান্ত সেন

 কবিতা

সুশান্ত সেন

Image Courtesy: Google Image Gallery
 

তোমাকে বন্দী করে রাখবো চোরা কুঠুরি তে

সঙ্গোপনে।

তোমাকে রাঙিয়ে দেব নানা রংএর আবিরে।

রাখব মণিকোঠায়।

খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলেও

কেউ পাবে না তোমাকে ।

সংযুক্তার মত ঘোড়ায় তুলে নিয়ে

চলে যাবো দূর দেশে।

সেখানে তুমি আমার হাত ধরে বসে থাকবে

সর্বক্ষণ।


ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান