অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Tuesday, January 4, 2022

কবিতা-কিশানগঞ্জের শিশিরমাখা... তাপস রায়

 

কিশানগঞ্জের শিশিরমাখা দিনগুলি, শোনো

তাপস রায়

Image Courtesy: Google Image Gallery
 

দূরদূরান্তের মতো পড়ে থাকা যাক। একদিন রেললাইন পাতা হবে এই দিকে

গা-ভর্তি গয়না নিয়ে হেঁটে আসবে অবাক রমণী, পায়ে যদি ব্যথা ও বেদনা

আমাদের শালুক পুকুরে ধুয়ে নিক, সিঁড়ি থাকবে না, দাওয়ায় মাদুর পাতা

 

যে কোনো বিকেল পেতে নিজেদের চাওয়াচায়ি দেখে নিই, অস্বস্তি হলেও

সপ্তগ্রামে যেতে চাই, সেখানে বেনেপাড়া আছে, প্রভু নিত্যানন্দ আছে

ঘুমিয়ে পড়ার আগে সারারাত সরস্বতী নদীটিকে বিছানায় টানি, তার

বাজারের ব্যাগ পড়ে থাকবে ভোরভোর, ত্রিবেণীর দিকে শাকসব্জি সস্তা হবে

 

ওগো বনজঙ্গলরত বোঝাপড়া, শোনো, আমাকে মথুরা নগরে যদি একা

শাস্ত্র-আহ্লাদিত দেখো, যদি ঘটনাপুঞ্জের ঘাড়ে চেপে পা দোলাচ্ছি ভেবে

অসূয়াপ্রবণ হও, চুপ করে থেক না, পকেটে ওয়ান শর্টার রেখো, ফুটো করে দিও

আমার অহঙ্কারগুলি, প্রেমিকতা

 

শীতের লেপের ভেতর পৌরাণিক আমিকে রাখার আয়োজন করে

পৌষ-মাঘ ডাকি, এরা যত আমাকে বুঝেছে, রেল কলোনির এই বাঙালিটোলায়

অন্য কেউ বোঝেনি তেমন

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-বায়না - প্রতীক মিত্র

 

বায়না

প্রতীক মিত্র

Image Courtesy: Google Image Gallery


অনেক বায়না ছোট্ট ছেলেটার,

খায়না কিছু মোটে।

আশপাশের পেট ফুলে ঢোল...আরো তাদের দরকার

ছেলেটার শুধুই না লেগে রয়েছে ঠোঁটে।

মেলে না ছুতো সময় পোড়াবার

সেনসেক্স নামে-ওঠে।

বিষণ্ণতায় বিকেল বেলার

হাতেগোণা রঙবেরঙের প্রজাপতিরা সব একজোটে।

অনেক বায়না তবু ছোট্ট ছেলেটার,

খায়না কিছু মোটে।


ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-সলমনের জন্য?-পৌষালী কুন্ডু মণ্ডল

 

সলমনের জন্য ?

পৌষালী কুন্ডু মণ্ডল

Image Courtesy: Google Image Gallery
 

গরম ভাত ফুটছে উনানে,

ভাত ফুটে ওঠার কি সুবাস!

সলমন তখন ভূমি সুধা মাখা পবিত্র দেহে, নিষ্পাপ তার মুখ,

মুখে এক চিলতে পবিত্র হাসি নিয়ে সে দেখে, তারই সমবয়সীর  দল ছুটে চলেছে,

ওই বিশাল ফটক পার করতে,

পরনে তাদের সাদা শার্ট আর ছাই রংয়ের হাফ প্যান্ট।

তার অবোধ শিশু মনে সে ও ছোটে তাদের অনুসরণ করতে।

বিশাল ফটক আগলে বসে আছে মোটাসোটা উর্দি পরা প্রহরী,

তার লাল চোখের দৃষ্টি গতি কমিয়ে দেয় সলমনের ।

 

গরম ভাতের ফুটে ওঠার গন্ধে মাখা চারপাশ,

কাঁচা লঙ্কা আর টক পান্তার থালার কাছে সশব্দে বসে পড়ে সলমন ,

পাশের দোকানের এঁটো চায়ের গ্লাস তার অপেক্ষায়,

ভিজে ওঠে দেব শিশুর নিষ্পাপ চোখের কোন দুটো,

তার হাতের মলিনতা শুষে নেয় চোখের সবটুকু জল,

পরে কাঁচা লঙ্কায় কামড়,এক গ্রাস টক পান্তাই যেন পরম সুধা

তখনো গরমভাত ফুটছে উনানে,

ভাত ফুটে ওঠার কি সুবাস!

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-স্বাদ পূরণ - পাভেল আমান

 

স্বাদ পূরণ

পাভেল আমান

Image Courtesy: Google Image Gallery
 

সবাই যখন ঘুমিয়ে পড়ে

ভাবনা আমার মগজে চড়ে।

ছড়িয়ে থাকা রঙের ভেলায়

মেতেছি আঁকি বুকির খেলায়।

 

স্বাদ পূরণের লক্ষী টানে

জীবন জুড়ায় ধ্যানে জ্ঞানে।

যাতনা মাখা শেকল খুলে

তাকিয়ে দেখি শেকড় ঝুলে।

 

চেনা গন্ডির বিবিধ গতি

কালের ধারায় দগ্ধ স্মৃতি।

স্বপ্ন বুনন রশির ভারে

অলীক চেতন ধাক্কা মারে।

 

সুপ্ত আশায় মেলেছি ডানা

বিপদ যেন দিয়েছে হানা।

দিন যাপনে পথের বাঁকে

চলার জীবন নিত্য হাঁকে।

 

সবাই যখন ঘুমের দেশে

ভাবনা গড়ে আপন বেশে।

উদার মনে  চলেছি খুঁজে

স্বাদ মেটানো বাসনা গুঁজে।


ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |


কবিতা-যারা বৃষ্টিতে ভিজছিল - সত্যেন্দ্রনাথ বেরা

 যারা বৃষ্টিতে ভিজছিল

সত্যেন্দ্রনাথ বেরা

 

Image Courtesy: Google Image Gallery

নগ্ন গাছগুলো সেদিন বৃষ্টিতে ভিজছিল।

বৃষ্টিধোয়া গাছগুলোকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল।

 

ছোট্ট শিশু এক বৃষ্টিতে ভিজছিল ।

মনে হয়েছিল বর্ষার সংরাগে দেবতা মাটিতে জন্ম নিয়েছে।

সুন্দর পা রেখেছে মর্ত্য ধুলায়, প্রকৃতি অপলক দেখছে মানব পুত্রকে।

 

প্রথম বর্ষায় কেতকী কদম ফুটেছে বৃক্ষ শাখায়।

মেঘ সব গলে গেছে মেঘ মল্লারে।

এক যুবতী বৃষ্টিস্নান করছিল।

ভিজছিল তন্বীর পাহাড়-পর্বত, গোলাপ বাগান, গিরিখাত উপত্যকা, গোপন মন্দাকিনী।

বিমূর্ত সৌন্দর্য আমার চোখের পাতায়।

আমি ভুলে গেলাম পৃথিবীর কথা ,অকপটে বললাম আহা কীরূপ !

এক পণ্ডিতের দৃষ্টি এড়ালনা ,বললে-‘অসভ্য’।

 

দুঃখ পাইনি।

অকপটে বললাম ,ঈশ্বরের সুন্দর সৃষ্টিকে প্রশংসা না করলে ঈশ্বর কে অপমান করা হয়।

দেখি, মুহূর্তে বৃষ্টি থেমে চারদিকে জ্বলে গেল রং মশাল,

পণ্ডিতের মুখে হাসি, আমি একদম নির্বাক হয়ে গেলাম।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

কবিতা-একমুঠো রোদ্দুর - পিঙ্কি ঘোষ

 

একমুঠো রোদ্দুর

পিঙ্কি ঘোষ

Image Courtesy: Google Image Gallery
 

একমুঠো রোদ্দুর দাবী করেছিলাম

নিজের পূর্ণতা প্রাপ্তির আশায়।

আমার আমিটা ভীষণ অবুঝ,

তোমার বৃত্তকে ছুঁতে চায়।

প্রতি দিনের দিনযাপনে সারি সারি

প্রতিবন্ধকতা আমায় আলিঙ্গন করে,

আমাদের দূরত্ব মহাকর্ষ পেরিয়ে

সহস্র আলোকবর্ষ দূরের যাত্রী,

স্বপ্নহীন রাত্রে একটাই অপার্থিব দাবী

আমাদের এক কাঙ্খিত পরজন্ম।


ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |

Monday, January 3, 2022

কবিতা-মৃত্যুঞ্জয়ী - সুদীপ কুমার দাস

 

মৃত্যুঞ্জয়ী

সুদীপ কুমার দাস

Image Courtesy: Google Image Gallery
 

বেঁচে থাকা স্বপ্ন দেখা দিন দুয়েকের কথা,

স্বার্থ নিয়ে রং বুলিয়ে মিছেই রঙিন গাঁথা।

সৃষ্টি যেথা বিনাশ সেথা; এতেই পরম সত্য,

মৃত্যু ভয়ে মুখ লুকিয়ে কোন সে বাঁচার পথ্য ?

সময় হলে বিষ ছোবলে মরণ বাঁধে বাসা,

রুগ্ন শরীর ভাঙবে প্রাচীর চার দেওয়ালের আশা।

তাই বলে কি ? কদিন বাকি ? গুনতে থাকাই জীবন?

মরণ দোলায় মৃত্যু গোনায় নেইকো কোনো কারণ।

মরার আগে মরণ রাগে, মরবো কেন ভাই রে ?

জীবন যত বাঁচবো তত এইটুকুনি চাই রে।

কালের চোখে চক্ষু রেখে এগিয়ে যাব মোরা ;

মৃত্যু তখন তৃপ্তি যেমন সুখের বিদায় বেলা।

ফিরুন সূচিপত্রে



| হিম সংখ্যা-১৪২৮| Aleekpata.com|
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty|
 Winter , 2021 | August -December 2021 | Fifth Year  Second  Issue |28 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |


Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান