অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি
Thursday, April 15, 2021
ক্যানভাস - সিদ্ধার্থ -মৈত্রেয়ী মুখোপাধ্যায়
ক্যানভাস - শ্রীকৃষ্ণ -মলয় বর্ধন
** ক্যানভাস **
শ্রী কৃষ্ণ
মলয় বর্মণ
ফটোগ্রাফি- অর্ঘ্য- সন্দীপ দাস
** আলোকচিত্র**
কবিতা-পুরাতন -পপি মৈত্র
পুরাতন
পপি মৈত্র
পুরাতনে আছে কত ভাঙাগড়ার খেলা ,
পুরাতনে আছে যত সুখ দুঃখের মেলা ।
পুরাতনে লেগে থাকে স্মৃতির পরশ,
স্মৃতির পাতায় রয়ে যায় কিছু অজানা মুখোশ।
পুরাতন কিছু জিনিস রাখা থাকে যতনে,
কেউ কেউ রয়ে যায় শয়নে স্বপনে।
পুরাতন থাক না স্মৃতির দেওয়ালে,
মাঝে মাঝে দোলা দিক মনের খেয়ালে।
পুরাতনে আছে অনেক ভালোলাগা ভালোবাসা,
কিছু স্মৃতিতে ধরা দেয় মাতাল নেশা।
পুরাতন থেকে যায় মনের গভীরে,
স্মৃতি ছাড়া পুরাতন আর আসে না ফিরে।
কবিতা-আগাছার উল্লাসে - অর্পিতা ঘোষ পালিত
আগাছার উল্লাসে
অর্পিতা ঘোষ পালিত
মাটিতে শেকড় ছড়িয়েছিল অনেকটা,
খুশিতে সবুজ পাতায় সেজে উঠেছিল
তবু উৎসবে মেতে আকাশ ছুঁতে পারলোনা!
বিষাদ মেখে বনসাই হয়ে থাকলো
আশেপাশের আগাছাগুলো তরতর করে মাথা তোলে
কুয়াশা মাখা সকালে নতুন প্রসূতি উল্লাস করে আগাছার বিন্যাসে
জল্লাদের হাড়িকাঠে শেষ সময়ের অপেক্ষা…
গাছটার দুর্ভোগ দেখে নিথর বনভূমি
কবিতা-বৃষ্টিভেজা সন্ধ্যে - সুপ্রিয়া মণ্ডল
সুপ্রিয়া
মণ্ডল
জমিয়ে রাখা কিছু টুকরো স্মৃতি, কিছু ক্ষয়ে
যাওয়া সম্পর্ক;
আর চেতন-অবচেতনে সবার
আনাগোনা—
কারা যেন বলেছিলো, ভালোবাসলে
বৃষ্টিতে ভিজতে হয়।
আমি ভালোবাসলাম, কিন্তু
পুড়ে হয়ে উঠলাম আবলুস কাঠ!
আমার ভেতরে ধূ ধূ সাহারা, আর সামনে
মরীচিকার হাতছানি—
ধার চাইলাম একটা বৃষ্টি-ভেজা
সন্ধ্যে, আর
দু'টো
ভরসার হাত,
সন্ধ্যেটা তুলে নিয়ে
মৌসিনরাম আমায় উপহার দিলো,
তাই, আমার বুকে
এখন বঙ্গোপসাগরের ঢেউ,
চোখ জুড়ে হঠাৎ কালবৈশাখীর
আগমন।
চাতকের মতো বসে আছি এক ফোঁটা
বৃষ্টির অপেক্ষায়...
কবিতা-নিরাময় খুঁজি - রবীন বসু
রবীন
বসু
এত রক্ত লেগে আছে হাতে
সহজে কি হাত ধোয়া যায়?
এত পাপ এই ক্ষতি, সেকি
মহার্ঘ প্রায়শ্চিত্তকে পায়?
হিংস্র হায়না মুখ, তীক্ষ্ণ দাঁত
কামড়ে যে লোলুপতা ঝরে
বিদ্বেষ মাখামাখি দংশন
কী দিয়ে যে প্রতিহত করে!
এত দ্বিচারিতা ধরা হাত
মিথ্যার অলজ্জ অভিমুখ
তার সাথে নিত্য ওঠাবসা
পরিণাম অসুস্থ অসুখ !
যত গুপ্ত ক্ষত নিয়ে বাঁচি
ততটাই নিরাময় খুঁজি
প্রাণ আজ উৎসাহ পাক
দু'হাতে
আরোগ্যই পুঁজি।








