শীত
অসিত কুমার পাল
 |
| অলঙ্করণঃ বর্ণালী গাঙ্গুলী |
শীত মানে গরম চাদর আর মাঙ্কি টুপি ,
শীত মানে লেপের গরম বলছি চুপি চুপি ।
শীত মানে খেজুর রস, জয়নগরের মোয়া ,
শীত মানে গরম জলে সকালে মুখ ধোয়া ।
শীত মনে বনভোজন , হরেক রকম
মেলা ,
শীত মানে রাত জেগে টি- টোয়েন্টি খেলা ।
শীত মানে কমলালেবু
আর মরসুমি ফুল ,
শীত মানে ফাটা গোড়ালি আর
রুক্ষ চুল ।
শীত মানে পিঠে পুলি , ফুলকপির সিঙ্গাড়া ,
শীত মানে দেরীতে উঠে কাজে যাবার তাড়া ।
শীত মানে ছুটির দিনে চিড়িয়াখানা যাওয়া ,
শীত মানে আগুন জ্বেলে খুব মজা পাওয়া ।
শীত মানে বড়দিনে হরেক রকমের কেক ,
শীত মানে বইয়ের মেলায় যাব সল্টলেক ।
শীত মান
সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা ,
শীত মানে ন্যাংটা সাধু
সঙ্গে কিছু চেলা ।
শীত মানে নতুন ধান , চাষীর হাসি মুখ ,
শীত মানে নবান্ন আর পারিবারিক সুখ ।
শীত মানে বুড়ো বুড়ির খকখকিয়ে কাশি
শীত মানে যুবক
যুবতীর মুখচোরা হাসি ।
শীত নিয়ে অনেক কথা , বলব কত আর ?
শীতের কথা শুনতে গেলে রাত হবে কাবার ।
Download ALEEK PATA Mobile APP
শিশির সংখ্যা -১৪২৭।
| Aleekpatamagazine.blogspot.com |
|ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Winter Issue, 2020 | December-February 2020-21 |
| Fourth Year Fourth Issue |25 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |