অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Tuesday, October 20, 2020

শিশির পর্ব - কবিতা- গড়পড়তা নাসিমা ইয়াসমিন

 

গড়পড়তা
নাসিমা ইয়াসমিন

 

ব্যাপারে সন্দেহ নেই, তোজো ভীষণ দুষ্টু;

পড়াশোনাতে গড়পড়তা, কিন্তু বেশ বাকপটু!

 

স্কুল মায়ের সাঁড়াশি চাপে,  চিবোতে হয় সিলেবাস;

গতে বাঁধার বাইরে তোজোর,  উপচে পড়ে উচ্ছ্বাস!

 

দশ বছরের জীবনে নেই,  ফারাক বোঝার দায়;

তোজোর মতে, সবাই তার,  নিজের আপন ভাই!

 

বোঝেনি সে এই বয়সে,  জীবন খাতার রঙ্গ;

স্বর্গসুখ তাই তার কাছে, ভাই বোনেদের সঙ্গ!

 

একদিন তার ইচ্ছে হলো, দাদার সাথে খেলবে;

ফোন করে জেঠুকে তার, মনের কথা বলবে!

 

প্রকাশ‍্যে জেঠু সাবলীল বড়ো,  ডাকে ভাইপোকে সাদরে;

তোজোর আকাশেহাজার তারা, জেঠু-জেঠির আদরে!

 

জেঠুর সাজানো ড্রয়িং রুমে, তোজো আত্মহারা;

মন তার মানছে না যে, দাদার সঙ্গ ছাড়া!

 

মিডিয়ামটা ইংলিশ আর ক্লাসটা দাদার এইট;

পাঠে মনোযোগী দাদাভাইয়ের, ফিউচারটা ব্রাইট!

 

তোজো 'মাসে একবার যায়, অরিত্র দাদার কাছে;

পড়া ফেলে যদি একটু খেলে, দাদাভাই তার পাছে!

 

কিন্তু দাদা মেধাবী ছেলে, করে না সময় নষ্ট;

দশ বছরের তোজো বোঝেনা, মেধার স্বরূপ স্পষ্ট!

 

অপেক্ষারপ্রহর কাটে, তোজো ক্রমশঃ বিরস;

অরিত্রর যে অভিধানে নেই, পড়ার সাথে আপোস!

 

খেলতে রাজি তোজোর জেঠি, সে যে বুদ্ধিমতী;

মন্থর শুধু হয় না যেন, ছেলের পড়ার গতি!

 

ভাবেনি তোজো শেষকালে জেঠি, হবে খেলার পার্টনার;

কেন, কি কারণ,  বুঝতে তোজোর বড়ো হওয়া দরকার!

 

ড্রয়িং রুমে অরিত্র আসে, এক ঘন্টা পেরিয়ে;

তোজোর আশা পাড়ি দেয় যেন, সব তালগাছ ছাড়িয়ে!

 

কিন্তু হায়! জেঠির আদেশ, মিনিট দশেক হাতে;

ওতেই না হয় জমবে খুশি,তোজোর মনের খাতে!

 

দাদার কাছে চাহিদা বলতে, ঘন্টা খানেক সময়;

ছোট ভাইকে সঙ্গ দেওয়া, দাদার আসলে ছিল দায়!

 

অঙ্কে তোজো বেশ কাঁচা, বোঝেনা সমীকরণ;

জীবনের এসব ধাঁধা তার কাছে, জটিল এক রসায়ন!

 

সবাই কি আর বোঝে সবকিছু, যেমন তোজো সোনা;

অমলকান্তির সংখ্যা তো, চিরদিন হাতে গোণা!


Download ALEEK PATA Mobile APP
DOWNLOAD ALEEK PATA ANDROID APP


| Aleekpatamagazine.blogspot.com |
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Puja Issue, 2020 | October-November 2020 | শারদ সংখ্যা -১৪২৭।
| Fourth Year Third Issue |24 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |
পড়া শেষ? পত্রিকা বন্ধ করুন


শিশির পর্ব- কবিতা - নরকের দেশে - হরিৎ বন্দ্যোপাধ্যায়

 

নরকের দেশে
হরিৎ বন্দ্যোপাধ্যায়

 

অস্বস্তিকর স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে মেঘলা আকাশ

কিছুই পড়া যায় না

আবছা আবছা হয়ে সবকিছু

চোখের সামনে দিয়ে ঝুলে থাকে

উঠোনে এসে দাঁড়ালে হৃদয়ের মতো

প্রাচীন বট কাছে আসে

শেষবেলার একফালি রোদের মতো

 

দুপুরের রান্না হয়ে গেছে কোনকালে

ভাতের থালার রোদে স্পষ্ট হয়ে উঠছে 

একটা দুটো তিনটে চারটে পোকা

সাতসকালে ভীষণ ঝগড়ায় যাদের ঘুম ভেঙেছিল

এখন ভাতের গন্ধে তাদের শরীর থেকে মুছে যাচ্ছে

দখিনের হাওয়ায় শেষ ঘামবিন্দুর মতো খিদের কষ্ট

 

মিনিটের অপেক্ষাতেই মনে হয় সব পাথর হয়ে যাচ্ছে

নদীর জলের কাছে দাঁড়ায় না কেউ

উঠোনের জলে ভেসে ওঠে একটাই শুধু বাড়ি

এমন দিনকে কি করে কোলে নিই বলো

মন না থাকলে শরীর যে পাহাড় হয়ে যায়

 

রোদের ডানায় পাখিরা উড়ে এলে

নদীর জল পাড় ছুঁয়ে ছুঁয়ে বলে যাবে গল্প

সেই গল্পের কুঁড়েঘরে বাতাস আসে অঞ্জলি হয়ে

মেঘগান জলের আল্পনায় কুঁড়ের ক্যানভাসে

এত আয়োজনেও নিঃস্ব হলে

কথাপাখি উড়ে উড়ে ঘুরে ঘুরে 

চলে যাবে নরকের দেশে


Download ALEEK PATA Mobile APP
DOWNLOAD ALEEK PATA ANDROID APP


| Aleekpatamagazine.blogspot.com |
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Puja Issue, 2020 | October-November 2020 | শারদ সংখ্যা -১৪২৭।
| Fourth Year Third Issue |24 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |
পড়া শেষ? পত্রিকা বন্ধ করুন


শিশির পর্ব- কবিতা-বিবেক জাগ্রত হ‌ও- লীনা দত্ত

 

 বিবেক জাগ্রত হ‌ও 

লীনা দত্ত 


ঠিক
কতগুলো মোমবাতি জ্বালি,
   
একটা মৃতদেহের বিনিময়ে?
ঠিক কতটা চোখের জল ফেলি?
    
কটা শোকবার্তা লেখা হয়?
এক অসহায় গণধর্ষিতা মেয়ের জন্য।।

   
কত নিরন্ন অনাহারে দিন কাটায়,
        
কতজনের হিসাব জানি?            
   
আমার পরিবার মাছ ভাত খায়,
         
ক্ষুধার্তের খোঁজ রাখিনি।          
আস্তাকুড় তো উন্মুক্ত আছে ওদের জন্য।।

চায়ের কাপে ঝড় তুলে রাখি বক্তব্য,
    
নোংরা মেঠো রাজনীতি করিনা।  
ভোট দিয়েই সারি নাগরিকের কর্তব্য,
    
দাঙ্গায় মৃতদের নাম জানিনা।।    
মৃত্যুশোক তো শুধু স্বজনহারাদের জন্য।।

   
ভীরু ধর্মের ভিত হয়েছে দূর্বল,       
ধর্মগুরুরা জোট বাঁধে নিজের স্বার্থে।
   
সততা মানবতা আজ হীনবল,
প্রবঞ্চকরা প্রতারণার হাত পাতে।
বিভেদ বিভাজন শুধুই দলিতদের জন্য।।

অহঙ্কারের পাহাড় মাথা তুলে দাঁড়ায়,
    
লঙ্ঘনের ক্ষমতা যে নাই।
দাঁড়িয়ে আছি সকলে খাদের কিনারায়,
   
ধ্বংসের শব্দ শুনিতে পাই।          
দীর্ণ পটভূমিতে অপেক্ষা মৃত্যুর জন্য।।

আর কতদিন থাকবে তুমি চক্ষু মুদে,
   
লিখবে শুধু প্রেমের কবিতা।
তোমার কলম গর্জে উঠুক প্রতিবাদে,
   
অন্যায়ের হিসাবে ভরাও খাতা।
কবি,তোমার লেখনী হোক আর্তদের জন্য।

Download ALEEK PATA Mobile APP
DOWNLOAD ALEEK PATA ANDROID APP


| Aleekpatamagazine.blogspot.com |
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Puja Issue, 2020 | October-November 2020 | শারদ সংখ্যা -১৪২৭।
| Fourth Year Third Issue |24 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |
পড়া শেষ? পত্রিকা বন্ধ করুন



 

শিশির পর্ব- কবিতা - ফিরে যাই- বহ্নিশিখা

 

ফিরে যাই
বহ্নিশিখা

 

রোজ ফিরে যাই। 

ইট সিমেন্টের নিরব গুহায়।

চোখের পাতায় সেঁটে দাঁড়িয়ে থাকে শাল সেগুনের গাছ। 

পথ আটকে দেয় তীর্থে যাওয়ার। 

অভীষ্টের ইষ্টকে খোঁজা হয় না। 

অনাকাঙ্ক্ষিত রক্তক্ষরণে পিচ্ছিল -

ইচ্ছের পিচঢালা পথ।

হয়তো একদিন সরে যাবেই সব বাধাঁ। 

খোলে যাবে স্বর্গদ্বার 


Download ALEEK PATA Mobile APP
DOWNLOAD ALEEK PATA ANDROID APP


| Aleekpatamagazine.blogspot.com |
  |ALEEK PATA- Your Expressive World |Online Magazine |
| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |
| Special Puja Issue, 2020 | October-November 2020 | শারদ সংখ্যা -১৪২৭।
| Fourth Year Third Issue |24 th Edition|
|© All Rights Reserved By The Editor and The Publisher |
|a DISHA-The Dreamer Initiative |
পড়া শেষ? পত্রিকা বন্ধ করুন


Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান