অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Friday, August 30, 2019

মুক্ত গদ্য-ভালোবাসা'র সাতকাহন-সম্পা দত্ত

ভালোবাসা'র সাতকাহন

সম্পা দত্ত

চিত্র ঋণঃ লেখিকার মাধ্যমে অর্পিতা


ভালোবাসা,চারটি অক্ষর বড়োই যন্ত্রণা
শীত কালীন অধিবেশন মুলতবি রেখে__ভালোবাসা প্রবলভাবে প্রকট হচ্ছে___ভালোবাসার বহিঃ প্রকাশ  ঘরের কোন ছেড়ে ময়দানে নেমেছে__আহা মরি মরি সুন্দরী___ভ‍্যালেনটাইন ডে এখনো একমাস দেরী___এক একটি ডাচ_চাইনিস_টিনি_মিনি_জংলী গোলাপ উঁকি ঝুঁকি মারছে __কখন কোন প্রেমিক প্রেমিকার মনের কোণে__ তুমুল বৃষ্টি ঝরিয়ে হৃদয় জুড়ে প্রতিক্ষণে হারাই হারাই করে খোঁপা তে গুঁজে ____লন কিংবা লেকের ধারে পা গুটিয়ে মেকি ভালোবাসার মিষ্টি মিষ্টি বুলি আওড়াতে আওড়াতে ভিজিয়ে দিবে___

ভোগানভেলিয়ার তখনই রুপের আগুন ধরিয়ে 
প্রেমের দাপাদাপি করছে ___অন্তাক্ষরি খেলছে প্রেম প্রেম পাগলামী করা কিছু প্রেম পর্যায়ে দাদরা তালে___
দ্রুত লয়ে___আরোহ _অবরোহ_মীড়_পকড়ে___সোসালমিডিয়াতে লাইভ শো চলছে___
খমক_গিটকিরি_ঠুংড়ি_ঠেকা_তবলা লহরীর ঝাঁপতালে___
পৌষের কড়া রোদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সৎসাহস নেই বুড়ো শিমূলের____
"বুড়ো শালিকের ঘাড়ে রৌ"
পর্ণমোচী শিমূল হলদে পাতা ঝরাতে ব‍্যস্ত___ঠিক তখনই মরশুমি ফুলের উপর ভ্রমরের গুঞ্জনে প্রজাপতির আনাগোনা____

প্রজাপতি জানেনা মরশুমি ফুলের স্থায়ীত্ব ক্ষনিকের___রুপের হাটের সুন্দর সওদাগর তারা___বসন্তে শিমূল একবুক ভালোবাসা নিয়ে, লাল টুকটুকে নববধূর সাজে ভালোবাসার সিম্ফনির টুংটাং শব্দে পিয়ানোর সুরে জলতরঙ্গে জলছাপ নিয়ে শরীরি বিভঙ্গে হেঁটে চলে যায়____
 Back to Index

















            

















স্মরণে-কবিতা-চালবাজে চপলা-বর্ণনা বসু

চালবাজে চপলা

বর্ণনা বসু

স্কেচঃ লেখিকা


চালবাজে চপলা
লমহের রুপ কী রানি
সদমার কচি বালিকা
ইংলিশ ভিংলিশে সবার মনের কাহানি।।চালবাজে চপলা
লমহের রুপ কী রানি
সদমার কচি বালিকা
ইংলিশ ভিংলিশে সবার মনের কাহানি।।

মনে পড়ে তাকে আজ ও, 
কিসিকে হাথ না আয়েগি য়ে লড়কি।।

মনে পড়ে তাকে আজ ও, 
কিসিকে হাথ না আয়েগি য়ে লড়কি।।



 Back To Index














কবিতা-নিম্নগামী হিমোগ্লোবিন-কৃষ্ণা সাহা


নিম্নগামী হিমোগ্লোবিন

কৃষ্ণা সাহা





আলোয়ার উৎসব
ওদের স্পর্শ করে না
ওদের কোন উচ্চাভিলাসী
          মন নেই
আছে শুধু জীবনের
        সং--গ্রা---ম
দু-মুঠো ধোঁয়া ওঠা মোটা
            চালের ভাত
গর্ত বোজাবার নিরন্তর চেষ্টা
ভালোবাসার যত্ন পেলে
ওদের মন সহজেই বিগলিত
আশার চূড়া ছুঁতে চেয়ে
বিভ্রান্ত হয় আজীবন
রাজনীতির  মোহরায় কিস্তি মাত
           নিয়মমাফিক
ওদের চোখে অলীক স্বপ্ন আসেনা
ওদের ঘরনীরা মানসী হয় না
চাই শুধু গরম  ফ‍্যানের গন্ধ
রাক্ষুসে গর্ত বোজাবার ঐকান্তিক চেষ্টা
দু-মুঠো ভাতের খোঁজে হণ‍্যে
হিমোগ্লোবিনের শতাংশ ক্রমশ
          নিম্নগামী।
ক্ষুধার পরিক্রমা অবসানে
          ক্লান্ত শরীরটা
চায় একটু তৃপ্তি, ক্ষুধা নিবারণ
অপাপবিদ্ধ মন, হারিয়ে যায়
প্রতিদিন ঊষার সাথে।

 Back To Index














কবিতা-ভালো ভাষা vs ভালোবাস- ঊর্মিমালা মজুমদার

ভালো ভাষা vs ভালোবাস

 ঊর্মিমালা মজুমদার



ভালো ভাষা-তুই এ্যরিসট্রকেট,রঙচঙে গ্ল‍্যামারাস।
ভালোবাসাটা বড্ড বোকা, একগুঁয়ে থার্ডক্লাস।
ভালো ভাষা-তোর বোলচাল বেশ, চলনবলন খাসা,
বোকা ভালোবাসা, তোকে ভালোবেসে বাঁধে স্বপ্নের বাসা।
ভালো ভাষা- তোর কথার মোড়কে,মন ভোলানোর সুর,     
ভালোবাসা সেই মহীনি সুরে,হারালো কোন সুদূর!
ভালো ভাষা- তোর মিঠেল ভাষার খোলস খানা ছেড়ে,
ক্ষতি কি,যদি ভালোবাসাকে গাঁথিস অন্তরে?
ভেজাল মেখে, ভেজাল শুনেই বাড়ছে ক্ষুদের দল,
কৃত্রিমতা খানিক ভুলে, আয়না মিলি চল।
                                                    




 Back To Index













কবিতা-কালবৈশাখী-সান্ত্বনা দাস

কালবৈশাখী 

সান্ত্বনা দাস



কালবৈশাখী 
তুমি কাল তুমি ধ্বংস 
নিয়ে আস মারনের জাল 
তৃপ্ত জগতের ভাল 
হয়ে যায় ভীত ক্লান্ত কম্পমান 
ধেয়ে আসে ঝড়, কাল বৈশাখী। 

বৈশাখেতে জন্ম কিংবা চৈত্রের শেষ 
গলিত লাভার নিভন্ত অঙ্গারের মতো
ধেয়ে আসে মেঘরাশি পৃথিবীর বুকে 
শুরু থেকে শেষ 
না শেষ থেকে শুরু 
মেঘের গর্জন গুরু গুরু 
অকস্মাৎ বজ্র নামে 
কঠিন শৃঙ্খল, তীব্র আলোক রশ্মি 
আচম্বিতে ছুঁয়ে যায় পৃথিবীর মাটি। 
তরুন কৃষক,ক্ষেতে গেছে
ধান তুলে বাঁধে গোছা আঁটি। 
বজ্র পড়ে খোলা মাঠে 
সোনালী ধান আর তরুন বালক 
কেউ আর ফিরল না ঘরে 
চিরদিন চিরকাল তরে। 
রুদ্ধ গৃহ ঝড়ের তান্ডব 
বিরাট বৃক্ষ মাটি থেকে উৎপাটিত 
ভূমিশয্যা নিয়ে নেয় ভীষ্ম যেমন 
বাঁচাবার অঙ্গীকার না রাখতে পেরে 
নিয়ে ছিলেন ভূমিশয্যা 
মৃত্যু মহাকাল দাঁড়াল আসি শিয়রে। 
যাযাবর যত 
পথ ছেড়ে ছুটে যায় 
আশ্রয়ের খোঁজে। 
পক্ষীকুল আনন্দিত কলরবে 
চঞ্চল ছিল ,
কালবৈশাখীর ঝড় 
এনে দিল অস্থিরতা মৃত্যুভয়ে 
খুঁজে নিল গৃহস্থের ঘর। 
অরণ্যে শ্বাপদকুল 
ব্যস্ত ত্রস্ত দিক ভুল 
ছুটে যায় অন্য কোথা 
আরও বহু দূর। 
বৃষ্টি নামে ঝমঝম পাগলিনী প্রায় 
তীব্র গতি শব্দ অতি 
জলস্রোতে সব ভেসে যায়।
নারকেল গাছগুলো 
পাতাগুলো এলোমেলো 
ঝড় শুধু ঝড় বয়ে যায় 
স্তব্ধ হয় পৃথিবীটা 
কম্পমান দীপশিখা 
লেখা নেই সাদা পাতা 
আঁধারেতে আমি একা 
বসে আছি এই নিরালায়।


 Back To Index













কবিতা-ইচ্ছে -অভীক দে সরকার

ইচ্ছে 

অভীক দে সরকার



তোমায় নিয়ে স্বপ্ন দেখতে আমার ভালো লাগে, 
তোমার কথা ভাবলে পরে শিহরণ জাগে ।।
ইচ্ছে করে তোমার সাথে যেতে বহু দূরে, 
দিনের শুরু হয় যেথায় পাখির মিষ্টি সুরে ।।
ইচ্ছে করে তোমার সাথে বৃষ্টিস্নাত হতে, 
তোমার হাতে হাতটি রেখে রাতের তারা গুনতে ।।
ইচ্ছে করে তোমার সাথে পাশাপাশি বালুকাবেলায় চলতে, 
দিনের শেষে তোমার কোলে মাথা রেখে একটু জিরিয়ে নিতে ।।
ইচ্ছে করে শালিক হয়ে তোমার সাথে উড়তে, 
ছাতিম গাছের তলায় বসে অলস সময় কাটাতে ।।
ইচ্ছে করে তোমার জন্য গোলাপ হয়ে ফুটতে, 
আমায় যত্ন করে সাজিয়ে রেখো তোমার ঐ খোঁপাতে ।।

 Back to Index













কবিতা-রঞ্জনার প্রতি-নিশীথ বরণ চৌধুরী

 রঞ্জনার প্রতি

নিশীথ বরণ চৌধুরী


                
তোমাতে আবিষ্ট মন তৃষিত যৌবনে,
শোভন স্মৃতির বনানী হৃদয় বিথারে।
একাকী অবসরে বিম্বিত তোমার ছবি,
আজও দেখি স্বচ্ছ জলের স্তরে
বেলা শেষে নীল গগন ও তলে।
সময় টা অতীত এক অস্পষ্ট অতীত--
তোমার মনে পড়ে রঞ্জনা?
অপার ভাললাগায় মন, খুঁজে নিত
ক্ষণিক সান্নিধ্য তোমার।
প্রেমের অভীপ্সা লুকিয়ে তোমার পাশে
আনমনা এক যুবক যেন তৃষিত হৃদয়।
তুমি ছিলে কৈশোর হতে যৌবনে, কলেজ পালানো নিস্তব্ধ দুপুরে,মনের বিথারে, একান্ত আপনে,আমার প্রথম প্রেম।
সংশয়াতীত মনে ছিল অসম্পূর্ণ কবিতার ভিড়,
আমার কবিতা বেদনাহত বুকে
বলতে পারেনি তোমায় না বলা কিছু কথা।
আজ অকুতোভয়, বিদীর্ণ করি সব সংশয়,
জিজ্ঞাসার আস্তিন হতে বেরিয়ে, একবার শুধু বলো তো রঞ্জনা,
আমার নয়নে দেখনি কি কখনও?
তোমার বিম্বিত নয়ন যুগল।


Back To Index














Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান