বসন্তের
দোলা
অসীম কুমার
চট্টোপাধ্যায়
বসন্ত এসে দোলা দেয় হৃদয়ের বন্ধ দরজায়
বুকের পাঁজরে ঘেরাটোপের ভেতর
ঘুমিয়ে থাকে ফেলে আসা দুরন্ত প্রেম।
শীতে কুন্ডলী পাকানো সরীসৃপ
উষ্ণতার ছোঁয়ায় যেভাবে বেরিয়ে
আসে নিরাপদ আশ্রয় ছেড়ে
আমার সুপ্ত প্রেম জেগে ওঠে
সকাল আর সন্ধ্যায় দয়াময় দেবতার নামে।
প্রেমের কি বয়স হয় ?
দেহের হয় জানি।
প্রেম কি জানে দেহের বয়স কত ?
দিনের শেষে লাল সূর্যটা
পশ্চিম আকাশ থেকে
যেভাবে নিঃশব্দে নেমে যায়
ঠিক সেই ভাবে প্রেম কি দেহ
ছেড়ে নেমে যেতে পারে ?
আমি এখনো প্রেমে পড়ি
তবে এই প্রেম দেহের নয় আত্মার।
পরম পিতার সাথে মিলনের আকুতি
নিয়ে
বেঁচে থাকে প্রেম।