যাপনচিত্র ও কালের ব্যস্ততা
|
Image Courtesy :Google Images |
শতকলরবে- কলবরে নিথর
প্রানে-নবজীবন"
অনুগ্রহ করে মন দিয়ে শুনুন, তিস্তা- তোর্ষা ডাউন এক্সপ্রেস্ ৩ নম্বর প্ল্যাটফর্মে আর
কিছুক্ষনের মধ্যে চলে আসছে…
শত ব্যস্ততা প্ল্যাটফর্ম টিকিট… প্রাইভেট নিজস্ব গাড়ি পার্কিং… দশ টাকা দাদা… ঠিক
আছে রাখ
ট্রেন তো চলেই এল বুঝি…
যাত্রীরা উৎকন্ঠায় অস্থির-
চিৎকার চেঁচামেচি…
লাগেজ টানাটানি… বাচ্চা- বুড়ো শত ব্যস্ততা…
ট্রেন এসে থামল লাইনে…
বাবাহ্ বাঁচা গেল … লোকজনের হুড়োহুড়ি… বাহকেরা
দৌড়োদৌড়ি…
কে কার আগে ধরবে বহমান
মালপত্তর।
চেনা কথারা ভিড় করে, হকার ভাইদের মুখে… এই
চায়ে গরম চায়ে…
লেবু লজেন্স… কফি…
ব্রেড টোস্ট… সকালের নাস্তা… ডিম
লাগবে ডিম…
দাদা বৌদিমনি … খুকুমনি… হাফবয়েল ডিম… ঘোড়ার নয়… পাখির নয়… এক্কেবারে ইস্ স্পেসাল দেশি ডিম।
কাইট্যা ছিইল্যা লবন লাগাইয়া
দিমু…
সাথে একটু মাখামাখি ভালবাসা
দিমু…শসা বিক্রেতা ভাইএর আদর মাখা কথা।
চাফি… চাফি… চাইলে মিশাইয়া দিমু… এ আবার কি কথা দাদা বুঝতে পাচ্ছিনা… আরে দাদা হেইডাও বুঝেন না… আমরা
হইলাম গিয়া ময়মনসিং ডিস্টিকের কিশোর গঞ্জের লুক( লোক) কথার টান তো হইবই বুইঝ্যা
লইতে হইবো কষ্ট কইরা…
মানে ডা হইল চায়ের সাথে কফি
মিশাইয়া দিমু হেইডাই চাফি…
ও বুঝেছি এবার।
তা দাও একটা কত ?? দশ ট্যাহা।
বডি গরম… বডি গরম… মিস্ কল শুধু একবার মিস্ কল … একটা মিস্ কল সাথে সাথে চলে আসব… খোকা …খুকু …বোন…
ভাই… মা খাব
আরে দাঁড়া যত সব ঝামেলা … বাইরের খাবার খেতে নেই…
বারোভাজা … ঝালমুড়ি … কত কি যে শিখাইতে হইব। সাথে
লেবু চিইপ্যা দিমু…
আমি রসিক না হইতে পারি দিদি
আমার লেবুর. অনেক রস।
ঝালমুড়ি … ঝালমুড়ি সাথে নারকেল… পাঁপড়… বাদামের ভালবাসার মাখামাখি… চাইখ্যা
দ্যাখবেন নাকি একটুখানি।
হ্যাঁ দাদা দুটোদিন… দিতাসি সবুর. করেন।পাশদিয়ে দিদিমনি গো ব্যাগের ঢাকনি… বৃষ্টিতে দামি মোবাইল
…
ঘড়ি… চশমা ঢুকাইয়া রাখতে পারবেন
…
ছাতার সার্টিন কাপড়ে তৈরী।
হঠাৎ চিৎকার গেল গেল হায় হায়
রব…
লোকজন ছুটোছুটি … সাংঘাতিক. দৃশ্য … ইস্
সামনে
একজন মাথা কাটা অবস্থায় পড়ে
আছে…
সব শেষ… যন্রনাহীন দেহটা কাঁপছে… হায়…হায়…
যার যায় তার যায়…উ ফফ কি সাংঘাতিক…
সব সামলে যে আবার ট্রেন চলতে
শুরু করল…
আবার রব হয়ে গেল… হয়ে গেল… মা বোনেরা সামনে এগিয়ে এসো… সবার আড়ালেই জন্মনিল এক প্রস্ফুটিত গোলাপ… নাম দিল সব " পূনর্নবা"
নয়মাস সন্তান সম্ভবা মা উঠেছিল
ট্রেনে…
কোলে তুলে নিল পরম লালিত্যে… অপত্য স্নেহে… মুখে
পৃথিবী জয়ের চিহ্ন…
ট্রেন আবার চলতে শুরু করল… আপন গতিতে… নিজের গন্তব্যে… রেখে গেল কিছু স্মৃতি তাঁর গতিপথের … অস্থায়ী
ঠিকানায় !!!
|
Image Courtesy :Google Image |