দ্বীপটি আর নেই
Image Courtesy: Google Image Gallery |
আমার কিন্তু
একটা মস্ত বড় দ্বীপ আছে,
যাকে এখন আমি আর স্পর্শ করতে
পারিনা,
লতায় পাতায় ঢেকে গেছে আমার
সাধের দ্বীপটি,
যেখানে আমি এতদিন বসে কত কবিতা
লিখেছি,
কত গল্প
করেছি নীল তিমি লাল পরিযায়িদের সাথে,
কত আতর,নোনতা সৈকতে ছিটিয়েছি ,
সব মাছেদের ডাকতে!!!
সমুদ্র থেকে
বহুদূরে! অন্য শহরে এখন আমার বসবাস,
রাতের
জোৎস্নাগুলি একা শুয়ে থাকে শুকনো সৈকতে,
সুনীলের কবিতায় মুখ রেখে হঠাৎ কেঁদে উঠি,চিৎকারে,
বৃষ্টি নেমে
আসবে ভেবে শহরের রাস্তায় ছাতা হাতে আমি
আমার দ্বীপে বৃষ্টি হতো,কিন্তু ছাতা লাগত না,
হাঙররা
দাঁতের ফাঁকে ঢেকে রাখত,নিজেরা জেগে থেকে
আমার
দ্বীপটি আসলে আমার শৈশব,
এখন আমি
যৌবনের দুষনে দুষিত,
এই অন্ধকার
জিভ দিয়ে সেই আলোটিকে চাখা মুশকিল
তাই যৌবনকে সাগরে ফ্যানায়
মিশিয়ে দিয়ে,
তীব্র চিৎকারে সেই দ্বীপে আবার
আছড়ে পড়তে চাই,
নরম ঢেউ এর সুরমা কে ভেজা চোখে
আঁকতে চাই,
কিন্তু সাগরের ফ্যানের সাথে
অর্ধেক রাস্তা পেরোতেই
নীল তিমি
লাল পরিযায়িরা খবর আনে,
সেই দ্বীপ আর নেই,ডুবে
গেছে!!!!!
জানি শৈশবে
আর সত্যিই ফেরা যায়না।
প্রেমে নেই পূর্বাভাস
Image Courtesy: Google Image Gallery |
প্রিয়তমার মুখটি দেখে মেপে নিলাম মনের মাপ
চোখটি কোথাও
ঢুঁ মেরেছে পাহাড়ে আসে উচ্চচাপ।
আমি যখন একলা পথে নীল গায়ের ঐ লাল শয্যায়
ডেঙ্গি খেতাব লিখতে বসে জ্বরকে তখন দিব্যি দেয়।
সে তো আমার
নিচ্ছে খবর,নিজেকে দেখি দিচ্ছে দোষ –
দিগন্তের ঐ
চুল ভিজেছে আমার বাড়ে অসন্তোষ।
নায়াগ্রার
ঐ চুলের ঢেউ এ বরফ তখন মারে তির,
প্রেমের
জানি নেই যে ঋতু,বিয়ে করার লক্ষ্য স্থির,
এতকিছুর মাঝে দেখি সফল প্রেমের সর্বনাশ,
আমার হৃদয়
তলে ঢুকে যদি একবার ফের তাকাস।