এক পশলা বৃষ্টি শেষে--
আকাশে উঠেছিল রামধনু,
চোখ গুণছে অগুণতি সমূদ্রের ঢেউ,
তোর একপিঠ খোলা চুল থেকে
টুপ্ টুপ্ ঝরছিল শিউলি ঝরা জল।
হলুদ ফ্লোরাল পার্শী ওয়ার্কে,
আঁচল, মধুবনী জমীন।
আধখানা বাঁকা চাঁদে
শরীরে ছিল ঝরনার হিল্লোল।
আর আমার চোরা হৃদয়ের বাঁক
চোখ বুঝেছিল প্রেমের শ্রাবস্তীর কথা
তোর সাথে প্রথম দেখা, স্মৃতির রাত
ভেজায় অনুভুতিতে ভাললাগা।
এলোমেলো ভিজে বাতাসে হলদে শাড়ীর ভাঁজে গড়ে তুলেছি,
শতাব্দীর প্রেমকাব্য।।
আকাশে উঠেছিল রামধনু,
চোখ গুণছে অগুণতি সমূদ্রের ঢেউ,
তোর একপিঠ খোলা চুল থেকে
টুপ্ টুপ্ ঝরছিল শিউলি ঝরা জল।
হলুদ ফ্লোরাল পার্শী ওয়ার্কে,
আঁচল, মধুবনী জমীন।
আধখানা বাঁকা চাঁদে
শরীরে ছিল ঝরনার হিল্লোল।
আর আমার চোরা হৃদয়ের বাঁক
চোখ বুঝেছিল প্রেমের শ্রাবস্তীর কথা
তোর সাথে প্রথম দেখা, স্মৃতির রাত
ভেজায় অনুভুতিতে ভাললাগা।
এলোমেলো ভিজে বাতাসে হলদে শাড়ীর ভাঁজে গড়ে তুলেছি,
শতাব্দীর প্রেমকাব্য।।