অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Saturday, September 23, 2017

সম্পা দত্ত


রাত ভিজে অনুভুতির ভাললাগায়


Image Courtesy: Google Image


এক পশলা বৃষ্টি শেষে--
আকাশে উঠেছিল রামধনু,
চোখ গুণছে অগুণতি সমূদ্রের ঢেউ,
তোর একপিঠ খোলা চুল থেকে
টুপ্ টুপ্ ঝরছিল শিউলি ঝরা জল।
হলুদ ফ্লোরাল পার্শী ওয়ার্কে,
আঁচল, মধুবনী জমীন।
আধখানা বাঁকা চাঁদে
শরীরে ছিল ঝরনার হিল্লোল।
আর আমার চোরা হৃদয়ের বাঁক
চোখ বুঝেছিল প্রেমের শ্রাবস্তীর কথা
তোর সাথে প্রথম দেখা, স্মৃতির রাত
ভেজায় অনুভুতিতে ভাললাগা।
এলোমেলো ভিজে বাতাসে হলদে শাড়ীর ভাঁজে গড়ে তুলেছি,
শতাব্দীর প্রেমকাব্য।।




শিবু

আঁচড়

Painting: Gusta Klint


আমাকে কেন দোষ দাও, আমি তো সময়ের আয়না মাত্র
কলঙ্ক যদি দিতে হয় তাকে দাও।
সময় জুড়ে জুড়ে তোমাকে জানতে চাই
খুঁজে পাই মূর্তি পাথরে
সব জানারই শেষ আছে জেনেও টেনে নিয়ে যাই
তাকে শেষ দিনেরও ওপারে।

অষ্টোত্তর শতনামে বিধৃত এ শরীর পঞ্চভুতীভূত
হবার পরও মূর্তি খোদাই করি যেন জন্মে জন্মে মন্ত্রপূতঃ ।  

আমাকে কেন দোষ দাও, আমি তো সময়ের আয়না মাত্র
কলঙ্ক যদি দিতে হয় তাকে দাও।
আমি তো শুধু মূর্তিটিকেই দেখি। আর সময়ের
স্তরে স্তরে কত যে কলঙ্ক চাপা পড়ে আছে- তা দেখেছ ?
নখের আঁচড়ে চর্চিত হবে সেই মূর্তি অথচ

কে আর কতটুকু আঁচড় কাটতে পারি সময়ের গায়ে ?  




কল্যাণী মোহান্ত



মৃন্ময়ী মা চিন্ময়ী হও



Image Courtesy: Google Images

আবার একটা পুজো এলো।    
পুরনো কিছু কি পাল্টালো?
  থিমটা হয়তো নুতন হবে,
 
বাজবে কোনো নুতন গান।
  
আনন্দেতে উদ্বেলিত
  
হয়তো হবে, কিছু প্রাণ।
আর বাকিটা----
চাঁদার জুলুম থেকেই গেলো,
অন্ধকারে রইলো বা কেউ।
নুতন জামা স্বপ্ন কারো,
নেই তো মনে খুশির ঢেউ।
আধপেটা কেউ থাকলো
                        
আবার,
রইলো বা কেউ অনাহারে,
দেখলো না কেউ মুখটা যে
                              
মা'
কেউ হারালো চিরতরে।

আমার শুধুই একটা কথা-
মৃন্ময়ী মা চিন্ময়ী হও,
ঘোচাও সবার মনের ব্যাথা।








মলয়েন্দু মজুমদার


মায়ের প্রতি
Collage : Writer


তোমার আগমনী বার্তা মনকে করে তোলে   
সতেজ, স্মৃতি বিহ্বল ও আনন্দমুখর।

শরতের আকাশেবাতাসে , শিউলির গন্ধে
পাড়ায় পাড়ায় তোমারই আবাহনের প্রস্তুতি।

মাতৃভক্ত সন্তান তোমার, সন্তান গর্বে গরবিনী মাতা,
সপরিবারে আগমন তোমার, সর্বত্রই তোমারই বন্দনা।

প্রশ্ন কিন্তু রয়েই যায় যাতায়াতের পথে,
মা যখন আনন্দমুখর সন্তানদের সাথে।

মাতৃস্নেহের মাতৃবন্দনার দখলদারী,
সন্তানেরা তোমার প্রবল প্রতিযোগী।

সন্তানের স্নেহ ভরসায় ভাগী,
মা কেন পরবাসী বিবাগী বৈরাগী।

আশীর্বাদ ও শান্তি সুধায়, মায়ের প্রতি প্রার্থনা,
বিশ্বময় বণ্টনে তা অপ্রতুলতার কল্পনা।

সবাই দিচ্ছেন আশার বানী, ‘আচ্ছে দিন’ আনছে যেন।
সন্তানেরা ভুগছে সবাই, স্বদেশে বা প্রবাসে হেন।

তোমার কৃপায় থাকুক সবাই,

আগমনের এই উৎসবের আনন্দের আভাসে।





পল্লব সরকার

পূজোর জন্য 

Picture Courtesy:Google Images

পূজো এলেই খুঁজে ফিরি
    
শিউলি ফুলের গন্ধ ।
শিশির ধোয়া ঘাসের পরে
   
বাতাস মৃদু মন্দ।
নীল আকাশে মেঘের ভেলা
    
তুলোর মতো ভাসে
সোনা রোদের লুটোপুটি
    
ধানের শিষে হাসে ।
নদীর ধারে কাশের বনে
    
হাঁসের আনাগোনা ,
মাঠের পরে খেলা করে
    
শরতের আল্পনা।
ঘুমের চোখে চাদর গায়ে
    
সবার সংগে বসে
আকাশবাণীর মহালয়ায়
    
পূজোর গন্ধ আসে।
নূতন জামা, জুতো পড়ে
  
হাতে রঙিন বেলুন -
ঢাকের আওয়াজ, মায়ের সাজ
 
কে ভুলতে পারে বলুন?
ইচ্ছে করে যাই হারিয়ে
   
পুরনো সেই দিনে ।
দু-হাত ভরে নিই লুটে নিই
     
যা চায় মনে-প্রাণে ।
পূজো আসে, যায় পূজো
   
নিয়মের তালে তালে;
শিউলি ফুলের গন্ধ যেন
   
কমছে কালে কালে ।
শরত এখন ভারত জুড়ে
     
জৌলুসেরি খনি ,
বিজ্ঞাপনের  কেনাবেচায়
    
চলছে টানাটানি ।
এসো এসো দূর্গা মাগো
আবার আগের মতো-
তোমার শক্তি লাগাও কাজে
    
দূর করো সব ক্ষত ।








Swarup Chakraborty

WELCOME AUTUMN- The Bright Way

PHOTOGRAPHY

Photography: Swarup Chakraborty



Preface-Swarup Chakraborty

PREFACE- SEVENTH EDITION

(Sharodotsav 2017) 

Cover Page of The Printed Version of ALEEK PATA-2017

With the passage of the rainy season, the drenched and quenched nature has become youthful again. The sky is clear and blue, so as our hearts.


Dear friends, 'ALEEK PATA -The Expressive World Blog, wishes a happy Durgapuja, Navratri and a prosperous festive season ahead.

This is the part of the year when everyone, poor or rich try to celebrate the journey -called life, we want to forget  the pain and loss and celebrate what we have got from this life.

We pray to the almighty to fill our lives with happiness and prosperity .
Team -ALEEK PATA is also celebrating the festivity with it's family of readers and writers, who are always in an endeavour of keeping the world of expression alive.
We,  at ALEEK PATA want to reciprocate the same, so, our team  with the active support of the members of ALEEK PATA, has come up with 'ALEEK PATA  Magazine'   in its first ever printed Avatar along with this 'Special Puja Issue' of the Blog.
A huge bucket full of gratitude for the writers, readers, mentors and wel-wishers, without whom this could never be possible.
The attached picture is showcasing the cover page of the Magazine , which have been designed  by Mrs. Barnali Ganguly.

Our heartfelt thanks to Sh. Ashok Das, and Sh. Probal Ganguly who mentored us always inspite of their busy schedule in their professional life.


Thank you once again.


 Swarup Chakraborty
Team-ALEEK PATA
23th September, 2017





Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান