অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Showing posts with label নববর্ষ-১৪২৯. Show all posts
Showing posts with label নববর্ষ-১৪২৯. Show all posts

Sunday, May 8, 2022

কবিতা-নিয়মিত- ফুরোবার পর - কৃষ্ণ রায়

 কবিতা-নিয়মিত

ফুরোবার পর

কৃষ্ণ রায়

 

সমস্তটুকু হারিয়ে ফেলার পর

তোমাকে জানতে ইচ্ছে হয়

সমস্ত বেদনার পর তোমাকে

চিনতে ইচ্ছে হয় ভীষণ

 

তুমি মস্ত হয়ে গেছ, মস্ত মানুষ

হারিয়ে যেতে পারে না

কোনদিন তুমি ফুরিয়ে যাবে না

ভিড়ে, তোমার নিজস্ব নীড়ে

তুমি অনন্তহীন

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত - নারী - সুদীপা মন্ডল

 কবিতা-নিয়মিত

নারী

সুদীপা মন্ডল


 

নারী!

তোমায় চিনতে কি পারি?

জীবনের ভরাডুবিতে তুমি হও তরী

তাও ভালোবাসতে কি পারি?

ধূসর, উষর, মরুভূমিসম, যখন এ জীবন

মরিচীকার মাঝে তুমি সবুজ মরুদ্যান।

কখনো দেখেছি কি সেভাবে?

ন্যায়-নীতির বেড়াজালে, যখন শৃণ্য বোধের ঘর

হাতটি ধরে পথটি দেখাও, তখন নয়তো তুমি পর।

তুমি সৃষ্টি, তুমি স্রষ্ঠা, তুমি প্রিয়তমা

হাজার অত্যাচারীকে তবু করছো এখনো ক্ষমা।।

বছরান্তে ফেলে আসা এই যে নারী দিসব

কেমন করে জানবে পাগলী যে মনের মাঝে অবশ।

ছাড়ে নি মানুষসেদিন তাকে যার জ্বলেছিল কামের জ্বালা

তবুও সেদিন ফুটপাথে যেন হাজার চাঁদের মেলা।

দিব্যি আছে মায়ে-পোয়ে এক আকাশের নীচে

নারী দিবসঅর্থটাই আজ তাই বয়ে চলাই মিছে।।

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |


কবিতা-নিয়মিত-মন বলছে- মলয় বর্ধন


কবিতা-নিয়মিত

মন বলছে

মলয় বর্ধন




 

মন কেমন তা জানতে চাইছি

প্রশ্ন করছি উত্তর খোঁজবার...

 

অতীত ক্রমশ কি স্বপ্ন বোনে

ভবিষ্যত এ কি লেখা আছে

বর্তমান তার প্রমাদ গোনে

 

নিশ্চিহ্ন করেছে ভাবনার বিষয়

মন বলছে এবার জ্বালাও আগুন,

 

চোরাবালির ফাঁদে আটকা না পড়ে

এগিয়ে চলো কণ্ঠ শক্ত করে ।

 

প্রতিবাদে গর্জে উঠো 

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত - বসন্তের রং - প্রতিমা ভট্টাচার্য্য মন্ডল

 কবিতা-নিয়মিত

বসন্তের রং

প্রতিমা ভট্টাচার্য্য মন্ডল


 ফুটুক রঙে আবীর লাল,

পলাশ ফুল শিমুল ফুল।

ভালোবাসার গন্ধ ছড়ায়

দোল দিয়ে যায় মনের ভেলায়।

পলাশ ফুল শিমুল ফুল

অনুভূতি ফোটায় হুল।

পাগল পারা মনের দোলা,

হারিয়ে যেতে নেইকো মানা।

রাঙামাটির পথের ধারে,

কুড়িয়ে নিয়ে খোঁপায় বাঁধে।

গন্ধ করে মাতোয়ারা,

হতে চাই বাঁধন হারা।

পলাশ ফুল শিমুল ফুল

মনে ফোটায় খুশির দুল।


| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত -সবুজের পথে -প্রবীররঞ্জন মণ্ডল

 কবিতা-নিয়মিত

সবুজের পথে

প্রবীররঞ্জন মণ্ডল



এখনো রাতের আগুনে পথ হাঁটি
নীরবে নির্ভয়ে প্রান্তিক সময়ে;
যখনই তারার চোখ অবারিত হয়
মাটির আঁধার শুষে জোনাক ফোটায়
তখনই রাতের আগুন মনেতে গুঁজি
আর শ্রান্ত খোলস ফেলে এগিয়ে চলি
নাম না জানা সবুজের পথে।

ওখানে এখনো সবুজ নিধনে দেখি
নির্বাক পরশুরাম কুঠার হাতে
অযাচিত দিন যাপনে বোহেমিয়ান।
কাঠ কারবারিরা মৌতাত করে রাতের আঁধারে
শরীরের রোমকূপের রন্ধ্রে রন্ধ্রে জ্বলে ওঠে আগুন
নিজেকে দাউ দাউ করে জ্বালিয়ে দিই মনের ভিতর।
ডাইনে বামে সবদিক জুড়ে জেগে ওঠে চিরন্তন সবুজ
অবুঝ গলিপথে ফেলে রাখি আগুনের প্রবাহ
ছুটে চলে আসে ক্ষতিকর পতঙ্গ
ডানা পুড়িয়ে দিই একেবারে নির্মুল করে
সবুজ নিয়ে এ ধ্বংসের খেলা মুছে ফেলি চিরতরে।
 


| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

কবিতা-নিয়মিত- শেষ দর্শন - ইরান মন্ডল

কবিতা-নিয়মিত

শেষ দর্শন 

ইরান মন্ডল

 

ঝাপসা হয়ে যাওয়া স্মৃতির আয়না,

অপলক দৃষ্টিপাতে তোমাকে চায়।

ভয় নেই, এসেই চলে যেও সুদর্শনা,

শেষবার তোমাকে মুছে ফেলবে তাই;

একবার এসেই চলে যেও না হয়...

 

মৃদু হেসে মুখ ফিরিয়ে নেবার সময়,

আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম,

সব বুঝেও, অবাক ছিল তোমার অভিনয়-

এখন অনুশোচনা হয়, জানো সুদর্শনা?

 

মেঠোপথ ধরে তোমার হেঁটে চলা,

ভাঁজ করা শাড়ির মাঝে-

কিংবা নুপুরের ছন্দ মাতানো জাদুকরী পায়ে,

তুমি ভেবেছো কেউ ভাবেনি তোমাকে নিয়ে,

কেউ দেখেনি তোমাকে সেদিন...

একটা অন্তর তোমায় নিয়ে ভেবেছে,

একটা চোখ তোমার দিকে তাকিয়েছে। 

তুমি দেখোনি সুদর্শনা!

 

মেঘের কাছে বৃষ্টি থাকে, চাঁদের কাছে থাকে জ্যোৎস্না-

আমার কাছে ভালোবাসা ছিলো, তোমার ছিলো অজানা,

জানো সুদর্শনা?

বহু কথার মাঝে এ কথাটি ফোটেনি সেদিন,

যেমন সব কু্ঁড়ির মাঝে একটা কুঁড়ি বন্ধ্যা হয়...

 

ঝাপসা হয়ে যাওয়া স্মৃতির আয়না,

বারবার তোমায় সম্মুখে দেখতে চায়!

একবার এসেই চলে যেও সুদর্শনা,

শেষবার তোমাকে ভালবাসবে তাই...

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |

গল্প-শিহরণ - শেষ সংকেত- অভীক সাধু

  গল্প-শিহরণ

শেষ সংকেত

অভীক সাধু

Illustration: Swarup Chakraborty
 

আনিশার সাথে রাজেশের অল্প কিছুদিন হলো বিয়ে হয়েছে, জামশেদপুরের মেয়ে আনিশা, বিয়ের পর স্বামীর সাথে কিষাণগঞ্জে চলে আসে। আনিশা জানে তার স্বামী জৈন ট্রান্সপোর্টের একজন সিনিয়ার একাউন্ট্যান্ট, কারণ সম্বন্ধ হবার সময়রাজেশের জীবিকা সম্পর্কে রাজেশের পরিবার আনিশার পরিবারকে সেটাই বলেছিলোআসলে এটা রাজেশের পরিবারও জানতো না যে ট্রান্সপোর্টে কোম্পানির আড়ালে জৈন কোম্পানির আসল ব্যবসা হলো স্মাগলিং! কিষাণগঞ্জ ভারত নেপাল বর্ডারের কাছে হওয়ার জন্য জায়গাটা স্মাগলারদের বেসক্যাম্প ...

 

রাজেশ মাঝে মধ্যেই দুতিনরাত থাকে না,আসলে সে স্মাগলিং গুডস পাচার করতে যায় কিন্তু আনিশাকে বলে যায় কাজে যাচ্ছে, তাকে নাকি ক্লায়েন্টদের হিসাবপত্রের কাজও দেখতে হয়, আনিশা বলে -” তুমি তো জৈনদের কোম্পানিতে একাউন্টসে কাজ করো তাহলে তোমাকে অন্য লোক সে ক্লায়েন্ট হোক বা যেই হোক তাদের হিসাবপত্র দেখতে হবে কেন ?” রাজেশ উত্তর দেয় -”দেখো এটা তো কোনো বড়ো শহর নয় যে কাজের জন্য তুমি লোক চাই বলে হাঁক পাড়লেআর লোক পেয়ে গেলে ! এখানে কাজের লোক পাওয়াই যায় নাতাই আমি ক্লায়েন্টদের কিছু কাজ করে দি আর এতে পয়সাও পাওয়া যায়। এটা সত্যি; আনিশা দেখেছে ছোট শহরে থাকলেও তাদের অভাব তেমন নেই, ডাবল ডোর রেফ্রিজারেটরএ.সি টিভি সবই আছে। বাড়িটার বাইরে থেকে দেখে অবশ্য বোঝা যায় না যে তার মধ্যেকার  বাসিন্দাদের আধুনিক জীবনযাপনের সব উপাদানই মজুত ! তবু আনিশা রাজেশকে অনুযোগ করে যে প্রতি মাসেই অন্তত দুবার দুতিন দিন করে রাজেশের এই বাইরে কাটানো তার মোটেই ভালো লাগে না। রাজেশ হেসে বলে টাকা না থাকলে প্রেম ট্রেম উড়ে যাবে !

 

কিষাণগঞ্জে ঠান্ডা ভালোই পড়েসেবার দিওয়ালির পরেই বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। পুজো আর দিওয়ালি আনিশার সাথে কাটিয়ে রাজেশ তার কাজে বেড়িয়ে যায়, এইবার অবশ্য বাইরে যাবার জন্য রাজেশের অনিশাকে বেশি মানাতে হয়নি কারণ প্রথমতঃলম্বা ছুটিতে রাজেশ তাকে নিয়ে কার্শিয়াং বেড়াতে নিয়ে গিয়েছিলো, ঘোরাটা সত্যিই খুব আনন্দদায়ক ছিল আনিশার কাছে - কেননা এই ভ্রমণ তার কাছে ছিল একঝলক টাটকা বাতাসের মতোযা তার রোজকার একঘেয়েমির থেকে তাকে মুক্তির স্বাদ দিয়েছিলো। বেড়িয়ে ফেরার পথে পুরো একসপ্তাহ রাজেশ ছিল আনিশার বাড়িতেদিওয়ালি এবার তারা জামশেদপুরেই উদযাপন করে, তাই রাজেশের তথাকথিত ক্লায়েন্টের কাজে যাবার কথা শুনে আনিশা খালি বলেছিলোএবার একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। রাজেশ তাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে -” সুন্দরী বৌকে ফেলে ক্লায়েন্টের কাছে যাবার যে কি কষ্ট তা যদি বুঝতে ! কিন্তু সবই পেটের দায় !” আনিশা কপট রাগ দেখিয়ে বলে -”থাক থাকআর আদিখ্যেতা করতে হবে না !”

 

একদিন দুদিন করে  এবার  সাতদিন কেটে গেলো, কিন্তু রাজেশের ফেরার নামই নেই। প্রথম কয়েকদিন যদিও বা রাজেশের সাথে আনিশার মোবাইলে কথা হয়েছিল শেষ দুদিন থেকে রাজেশের মোবাইলে নট রিচেবল আসছে, এবার আনিশা সত্যিই খুব চিন্তিত হয়ে পড়লো, শেষ যেদিন তার সাথে রাজেশের কথা হয়রাজেশের গলার স্বরে উদ্বেগ লক্ষ্য করেছিল আনিশা। সে রাজেশকে জিজ্ঞেস করে তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো রাজেশ “ও কিছু না “-বলে এড়িয়ে যায়। এই শহরে তার চেনা জানা বলতে কেউই প্রায় নেই, রাজেশ তাকে  কোনোদিন  নিজের অফিসের কোনো বন্ধুর সাথেও আলাপ করায় নি। তাই নিরুপায় হয়ে আনিশা গেলো তাদের বাড়িওয়ালির কাছে- বাড়িওয়ালি পুনামজী  বিধবা বৃদ্ধা, সারাদিন জপতপ পুজোআর্চা নিয়েই থাকেন, উনি বললেন –“দেখো বেটিরাজেশ মেরে মকান তুম আনেসে একমহিনে পেহেলে কিরায়া পে লিয়া থাআইডেন্টিটি কে লিয়ে রাজেশকা ভোটার কার্ড তো মেরে পাস হ্যায়লেকিন উসসে জ্যাদা মুঝে কুছ নেহি মালুম!”

এতটা বলে পুনামজী একটু থামলেন; তারপর বললেন –“কিষাণগঞ্জমে মেরা চালিস সাল হো গ্যয়া,কিষাণগঞ্জ পোলিশবালা হেল্পফুল হ্যায় - ম্যায়নে তো আজতক কাভি নেহি শুনি, লেকিন মেরে খেয়ালসেফিরভি কাল তুম একবার থানাসে ঘুমকে আও, পোলিশ কো তো ইনফর্ম করনা হি পড়েগা।

সেদিন বিকেল থেকেই খুব বৃষ্টিআর তার সঙ্গে ঝড়, সন্ধ্যে হলে কারেন্টও চলে গেলো। আনিশার ইনভার্টারটা পিঁপ পিঁপ করে দুবার আওয়াজ করে স্তব্ধ হয়ে গেলো। ও বুঝলো যে ব্যাটারিটা হয়তো গেছে। রাজেশ দিওয়ালির সময় একবার বলেছিলো ব্যাটারি চেঞ্জ করতে হবে, কিন্তু শেষ কদিন লোডশেডিং না হওয়াতে আর এইরকম মানসিক অবস্থাতে সে ব্যাটারি চেঞ্জ করার কথা সম্পূর্ণ ভুলে মেরে দিয়েছে, কি আর করা ! দিওয়ালির সময় কেনা পড়ে থাকা একটা ছোট মোমবাতি সে জ্বালালো - তাতে অবশ্য ঘরের অন্ধকার পুরোপুরি কাটেনি, হঠাৎ দরজাতে ধাক্কা ! আনিশা চেঁচিয়ে বলে -”কে?”

আমি রাজেশদরজা খোলো।

আনিশা খুলে দেখে রাজেশের একহাতে ছাতা ছাড়া কিছু নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার এতো বৃষ্টিতেও খালি একটা ছাতা থাকলেও রাজেশ ভেজে নি !

রাজেশ দ্রুত দরজা বন্ধ করে অনিশাকে একটা খাম দিয়ে বলে –“আমাকে আরেকবার অফিসে যেতে হবে।

আনিশা বললো -”এই দুর্যোগের রাতে কোথায় যাবে ?”

হটাৎ আনিশার মোবাইল বেজে উঠলো। সে মোবাইল রান্নাঘরে ফেলে এসেছিলো, রান্নাঘরে গিয়ে দ্রুত ফোন ধরে দেখে পার্সোনাল লোনের জন্য কল, বিরক্ত হয়ে ফোন রাখতে না রাখতেই কারেন্ট চলে এলো,বসার ঘরে এসে দেখে - দরজা হাট করে খোলা- রাজেশের চিহ্নমাত্র নেই ! সে বাইরে বেরিয়ে দেখে রাস্তা ফাঁকা। খামের মধ্যে একটা চিরকুট আরেকটা চিঠি। চিঠিতে লেখা আছে-“গিজারের মধ্যে একটা প্যাকেট আছেওটা নিয়ে এখান থেকে পালাও।” সে কিছু বুঝতে পারে না - তার মাথা কাজ করছে না যেন ! তবু সে গিজার খুলে দেখে ভালোভাবে প্যাক করা একটা ছোট বাক্স, বাক্সের মধ্যে সোনার বিস্কুট ! আনিশার বুক কাঁপতে থাকে - এসব কি চিরকুটে দেখে লেখা আছে -মনীশ - আর একটা  মোবাইল নম্বরসে ওইনম্বরে ফোন করে, কিন্তু যাকে আনিশা ফোন করেসে ফোন না ধরে লাইন কেটে দেয় ! তারপর একটা অচেনা নম্বর থেকে ফোন আসে তার মোবাইলে, সে ফোন ধরলে কোনো সম্বোধন না করে খুব দ্রুত একটা অচেনা কণ্ঠ বলতে থাকে –“ভাবি - আপনার সামনে বিপদ, তাড়াতাড়ি পালান - ওরা রাজেশকে মেরেছে আপনাকেও ছাড়বে না !”

আনিশা চেঁচিয়ে ওঠে –“কি যাতা বলছেন ?”

ওকে থামিয়ে দিয়ে লোকটি বলতে থাকে -” আমিও পালিয়ে বাঁচছি। আপনাকে বোধহয় রাজেশ কিছু বলেনি, আসলে আমরা একটা স্মাগলিং গ্যাঙের হয়ে কাজ করতাম। রাজেশ আর আমি সুস্থভাবে বাঁচতে চাইছিলাম,আমরা একজন পুলিশ অফিসারের সোর্স হিসাবে কাজ শুরু করেছিলাম- কিন্তু সর্ষের মধ্যেই তো ভূত থাকে, থানা থেকে কেউ সেটা আমাদের স্মাগলিং গ্যাঙের লিডারকে জানিয়ে দিয়েছিলো- তাই ওরা রাজেশকে শেষ করে দেয়,আমিও পালাচ্ছি আপনিও পালান।” বলে লাইনটা লোকটি কেটে দেয়।আনিশা হতভম্বের মতো মাটিতে বসে পড়ে, সে যেন কাঁদতেও ভুলে যায় ! তাহলে যে তাকে সাদা খামটা দিয়ে চলে গেলো - সে কে ছিল ?

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |


গল্প- বৈঠকি- শ্যামা- রথীন্দ্রনাথ রায়

 গল্প- বৈঠকি

শ্যামা

রথীন্দ্রনাথ রায়

 

Image Courtesy: Google Image Galley

শ্রাবণ মাসের থই থই নদী । সেই নদীতেই একা ডিঙি নিয়ে বাঁকের মুখে চলে যায় সে । সারারাত জাল পাতা থাকে । তা ‘মাছ পড়ে বৈকি  ? ট্যাঙরা, বোয়াল পাবদা, ভেটকি-আরো কতো কি? দুহাজার সালে যখন সারা রাজ্যে প্রলয়ঙ্করী বন্যা দেখা দেয়, ঠিক সে সময় ওর মা মারা যায় । তখন ওর বয়স মাত্র পাঁচ বছর । চারদিক থেকে তখন শুধুই মৃত্যুর খবর। ডাক্তার নেই, ওষুধ নেই  , পথ্য নেই-কিছু নেই । তখন ও কিন্তু কাঁদেনি জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতেই ব্যস্ত ছিল সেই। আবার যে  ওদের বাঁচতে হবে ।

সেই মেয়ে ওই শ্যামা। ভয়ডর বলতে নেই । বাড়ন্ত চেহারার সোমত্ত মেয়েকে নিয়ে পড়শিদের চিন্তা থাকলেও ওর ছিলনা। নদীর তীরে ধানক্ষেত না বলে ধানসিঁড়ি বলাই ভালো। কারণ ধানক্ষেতগুলো ধাপধাপে উঠে গেছে অর্জুনপুরের দিকে। এইরকম সবুজ মাঠে ছাগলের বাচ্চাটাকে কোলে নিয়ে ফিরছিল শ্যামা। পড়ন্ত বিকেলের রাঙা রোদ ছড়িয়ে পড়েছে ওর অঙ্গপ্রত্যঙ্গে  হঠাৎ থমকে দাঁড়ায়। স্বরূপদাদা। বড়বাড়ির ছেলে। কলকাতায় থাকে। পড়াশোনা করে। কখনো কখনো গ্রামে আসে। স্বরূপদাদাকে সবাই ভালোবাসে। কতোবড়ো পাশ দিয়েছে। তবু একটুকু দেমাক নেই। যে কারোর প্রয়োজনে সাহায্য করে

-শ্যামা কোথায় গেছলি রে?

-মাঠে। তুমি কখন এয়েচ গো?

-এইতো সকালের দিকে । তোরা ভালো আছিস তো মা  ?

শ্যামা তাড়াতাড়ি চলে যেতে চায়   ও স্বরূপের সামনে দাঁড়াতে পারেনা । কেমন যেন  লজ্জা করে। সে লজ্জার প্রকৃতিটাও যেন কেমন  !

স্বরূপ একেবারে নদীর কিনারায় গিয়ে দাঁড়ায়। এখন ভরানদী। জল যেন উথালপাথাল করছে ।

শ্যামা উৎকণ্ঠার সঙ্গে বলে,  অতো কাছে যেওনি। এখন নদীতে খুব স্রোত

-তাই বুঝি!

হাসে স্বরূপ। শ্যামা ওর মুখের দিকে তাকায়। কিন্তু চোখের ওপর চোখ পড়তেই দৃষ্টিটা নামিয়ে নেয় । খুব চেনা মানুষ । তবু আজ ওকে অচেনা বলে মনে হয় ।

-জানিস, আমার এই গ্রামের পরিবেশ খুব ভালো লাগে এই নদী, গাছপালা, খোলা আকাশ , সবুজ ধানক্ষেত- সবকিছুর মধ্যেই একটা প্রাণের স্পর্শ আছে । কলকাতায় আমার মোটেও ভালো লাগেনা। চারদিকে শুধু কংক্রিটের জঙ্গল ।

শ্যামা অবাক বিষ্ময়ে ওর দিকে চেয়ে থাকে।

ঠিক এই সময়েই নদীর ওপার থেকে একটা কণ্ঠ ভেসে আসে ।

সচকিত হয় শ্যামা। ওর সই চাঁপার কণ্ঠস্বর। নদীর ওপারে ঝাঁপানপুর গিয়েছিল ডাক্তার দেখাতে । ওর তিনদিন জ্বরৃ। দেরি না করে ছাগলছানাটাকে ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করে শ্যামা। কিছুটা দূরে ওর নৌকাটা ভিড়ানো ছিল। সেটা খুলে নিয়ে তরতর করে বৈঠা বেয়ে ওপারে চলে যায় ।

স্বরূপ নদীতীরের পাকুড় গাছটার নীচে বসে থাকে। বর্ষার ভরা নদী একটা গোঙানির মতো শব্দ করে বয়ে চলে। অনেকদিন এই নদীর কাছে এসে বসা হয়নি। তাই এই নদীটাকে বড্ড অচেনা বলে মনে হয়। মাথার ওপরে আকাশ ভাঙা মেঘ। কতক্ষণ এভাবে বসেছিল - সময়ের দিকে খেয়াল ছিলনা । হঠাৎ শ্যামার গলা শুনে চমকে ওঠে ।

-ঘর যাবা না ? এখনি বৃষ্টি হবে যি ।

-দেখেছিস, আমার এসব দিকে খেয়ালই ছিলনা। ভাগ্যিস তুই এলি!

-ভাগ্যিস আমি এলুম ! ঠাকুমাকে এবার সব বলে দেব ।

-কি বলবি ?

-এই তোমার কোনও দিকে মন থাকেনা। সবসময় উদাস হয়ে কিসব ভাবো!

-ওঃ এই কথা? তা বলিস ।

কথা বলতে না বলতেই ঝমঝম করে বৃষ্টি এল। পাকুড় গাছটার আড়ালে দাঁড়ালেও ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ভিজতে হল ওদের ।

-দেখলেন তো, আমার জন্যি আপনাকে ভিজতে হল ।

-কিন্তু তোকেও তো ভিজতে হল ।

-সে হোক । আমার অভ্যেস আচে। এখন আপনার না কিছু হয় ?  মাথাটা মুছে নেন তো দেখি।

শ্যামা নিঃসঙ্কোচে ওর আঁচলটা এগিয়ে দিল।  স্বরূপ এই গ্রাম্য দেহাতি মেয়ের বিশ্বাস আর সারল্য দেখে আশ্চর্য না হয়ে পারেনা । কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি ধরে আসে । শ্যামা আঁচলটা কোমরে জড়িয়ে নিয়ে বলল , চলুন এবার। বৃষ্টিতে ভিজলেন তো  ? ঠাকুমা এবার আপনাকে খুব বকবে ।

-ভিজলাম আর কৈ ? তুইতো আমায় আঁচল দিয়ে বৃষ্টি থেকে রক্ষা করলি ।

ওরা চলতে থাকে ।

কিছুদূর যেতেই ঘনজঙ্গলের মধ্যে দিয়ে পথ । চারদিকে ঝোপঝাড় আর নানা রকমের গাছপালা । ভবানী মন্দিরের কাছে আসতেই অন্ধকারটা ঘনিয়ে আসে । এখানে আসতেই পাগলা সন্ন্যাসীর কথা মনে পড়ে ।

পাগলা সন্ন্যাসীর গতিবিধি ও আচার আচরণের কোনও ঠিক ঠিকানা ছিলনা। সম্প্রতি তিনি মারা গেছেন। মারা গেলেও পাগলা সন্ন্যাসীর বিদেহী আত্মাকে ভবানী মায়ের সামনে ধ্যানমগ্ন অবস্থায় গভীর রাতে কেউ কেউ দেখতে পায়। যদিও এটা গল্প। সত্যতা সম্বন্ধে সন্দেহ থাকলেও আজ শরীরটা কেমন যেন শিউরে ওঠে। ভয়ের ব্যাপারটাকে সামলে নেওয়ার জন্য স্বরূপ বলে, শ্যামা তোর পাগলা সন্ন্যাসীর কথা মনে পড়ে  ?

-হ্যাঁ।

-ভয় করেনা  ?

‘না’। কিন্তু মুখে না বললেও বেশ ভয় পেয়ে যায় শ্যামা। স্বরূপের কাছে বেশ কিছুটা সরে এসে বলে, -তুমি না

- আমি কি?

‘জানিনা’। দাঁড়ায়না শ্যামা। প্রায়ান্ধকার জঙ্গলের মধ্য দিয়েই ছুটতে থাকে ।

স্বরূপ কিছু বুঝতে পারেনা। হঠাৎ কি এমন ঘটল যে শ্যামা এমন করে ছুটে চলে গেল ?

'দিনের জন্য বাড়ি এসেছে স্বরূপ। তাই ঠাকুমা গায়ত্রী দেবীর চিন্তার অন্ত নেই। কলকাতায় কি আর এখানকার মতো খাঁটি জিনিষ পাওয়া যায় ? শুধু ভেজাল আর ভেজাল। ভেটকি আর পাবদা নিয়ে এসেছে শ্যামা। স্বরূপের বেশ প্রিয়। কখন যেন কথা প্রসঙ্গে শ্যামাকে একথা বলেছিলেন, গায়ত্রী দেবী। শ্যামা সেকথা ভোলেনি ।

-ঠাকুমা, কোথায় তুমি?

ঘর থেকে বাইরে আসতেই শ্যামাকে দেখে আশ্চর্য হয় স্বরূপ। বলে, কি ব্যাপার ?

- তোমার ল্যেগে মাছ এনেছিলুম?

- কিন্তু রাঁধবে কে? বুড়ি ঠাকুমাকে কষ্ট দেওয়াটা কি ঠিক হবে ?

শ্যামা কিছু বলতে পারেনা । শাড়ির আঁচলটা খুঁটতে থাকে। কেমন যেন লজ্জা পায় । আর স্বরূপদাও যেন কেমন! কিচ্ছু বোঝেনা ।

পরদিন বিকেলে নদীর ধারে এসে বসেছিল স্বরূপ। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে। আকাশটা এখন পরিষ্কার হলেও গাছগাছালির মাথা থেকে তখনো বৃষ্টির রেখা মুছে যায়নি। তারই ওপরে সূর্যের কিরণ পড়ায় ওগুলো যেন মুক্তোর আকার ধারণ করেছে। আর নদীটাও যেন কিছুটা ফুলে উঠেছে । ছোট ছোট আবর্ত তৈরি এগিয়ে চলেছে সমুদ্রের সন্ধানে ।

-স্বরূপদাদা, তুমি এখেনে?

স্বরূপ পিছন ফিরতেই দেখে শ্যামা। তণ্বী, কিশোরী। কাঁখে আধ ভর্তি ঘাসের ঝুড়ি।

শ্যামা কাছে এসে ঘাসের ঝুড়িটা নামায়। ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে, তুমি এখেনে আসো কেনে গো?

-কেন? এই নদী, গাছপালা-এসবকে ভালো লাগে বলেই।

-আর কাউকে ভালো লাগেনা?

-না।

শ্যামা আর বসেনা। ঘাসের ঝুড়িটা নিয়ে চলতে থাকে। ক্রমে গাছগাছালির মাঝে অদৃশ্য হয়ে যায়। স্বরূপ ক্রমশ ভাবনার গভীরে ডুবে যায়। শ্যামা হঠাৎ অন্য কাউকে ভালো লাগার কথা বলল কেন? তবে কি? না,না। তা কি করে হয়? কি বিরাট দূরত্ব ওদের মধ্যে! কিন্তু শ্যামার কণ্ঠটাকে যেন কিছতেই ভুলতে পারেনা। গাছগাছালির মধ্য থেকে, নদীর স্রোতের মধ্য থেকে শুধু যেন একটা কথাই ভেসে আসে-অন্য কাউকে ভালো না, অন্য কাউকে-

সন্ধ্যের দিকে বৃষ্টিটা ঘনিয়ে এল। একসময় মনে হয়েছিল বৃষ্টিটা বুঝি ছেড়ে যাবে। কিন্তু না। রাত যত বাড়তে থাকে, বৃষ্টিও বাড়তে থাকে। কলকাতায় বর্ষণমুখর শ্রাবণসন্ধ্যাকে উপভোগ করা যায়না। চারদিকের আধুনিকতার ছোঁয়ায় বৃষ্টির শব্দ সেখানে আবহ সৃষ্টি করতে পারেনা। ঝিঁঝিঁর একটানা ডাক, ভেকের গর্জন, বৃষ্টির রিমঝিম, ঝমঝম-এগুলো যেন এতকাল সাহিত্যের বিষয় ছিল। হঠাৎ সেগুলোকে উপলব্ধি করতে পেরে এক বিজাতীয় খুশিতে উদ্বেল হয়ে ওঠে তার মন। যেন এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে পড়েছে তার দেহে মনে। যদিও অবিরাম বর্ষণের মধ্যেও দুপুরের ভাবনাটা থেকেই গিয়েছিল। শ্যামা বুঝি তার মনের কোণে একটু হলেও জায়গা করে নিয়েছে। কিন্তু ঠাকুমা কিছুতেই মেনে নিতে পারবেনা। বাবা মার মৃত্যুর পর ঠাকুমা ছাড়া তার যে আর কেউ নেই। সেই ঠাকুরমাকে কাঁদিয়ে সে কখনো সুখী হতে পারবেনা। বড্ড অবুঝ মেয়েটা।

পরদিন সকালে বৃষ্টি ছেড়ে যেতেই আবার রোদ উঠল। বড্ড ভারাক্রান্ত মন ছিল অবুঝ মেয়েটার। সারারাত কেঁদেছে। দুচোখে অনেক বর্ষণ হয়েছে। মনকে বোঝাতে চেয়েও পারেনি। শুধু কেঁদেছে। এখন নদীতীরে এসে দাঁড়াল। এই নদীই তো তার সব। নদীর সঙ্গেই তার কথাবার্তা, সখ্যতা, ভালোমন্দের বিনিময় সবকিছু। উথালপাথাল বইছে নদী। আজ আর মাছ ধরতে যাওয়া যাবেনা। তাই চুপ করে সেখানেই দাঁড়িয়ে রইল। প্রায় তীর ঘেঁষে একটা মাছ ধরা ডিঙি নৌকো এগিয়ে আসছিল। ওপারের শোভন মাঝির ছোট ছেলে রতন ছিল সেই নৌকোয়। হঠাৎ নৌকাটা পড়ল একটা দয়ের মাঝে। তীব্র ঘুর্ণি স্রোত সেখানে। ঘুরতে থাকল নৌকাটা। রতন পারলনা নৌকাটাকে ঠিক রাখতে। চিৎকার করল রতন, বাঁচাও । নৌকাটা ক্রমশ মাঝ নদীর দিকে চলে যেতে থাকল। অনেকেই জলের কাছে এসে কলরব শুরু করল। কিন্তু রতনকে সাহায্য করার জন্য কেউ জলে নামার সাহস দেখাতে পারলনা। উল্টে গেল নৌকাটা। গভীর জল থেকে সাঁতরে তীরে আসার চেষ্টা করেও ক্রমশ গভীর জলে চলে যেতে থাকল রতন। এতক্ষণ তীরে দাঁড়িয়ে দেখছিল শ্যামা। এবার আঁচলটাকে কোমরে জড়িয়ে পাশে পড়ে থাকা একটা দড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ল জলে। ডাকাবুকো মেয়েটা লড়াই শুরু করল স্রোতের সঙ্গে। প্রায় মাঝনদীতে রতন একবার ডুবছিল আবার ভাসছিল। প্রাণপণে চেষ্টা করছিল নিজেকে ভাসিয়ে রাখতে। এবার ডুব সাঁতার দিল শ্যামা। সবাই মনে করল এবার বুঝি শ্যামাও জলের তোড়ে হারিয়ে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রতনের কাছে গিয়ে বলল, ধর এটা। রতন দড়ির একপ্রান্ত ধরে রইল। শ্যামা অপর প্রান্ত বেঁধে নিল নিজের কোমরে তারপর সে এক অবিশ্বাস্য লড়াইয়ের শেষে রতনকে ঘাটে এনে তুলল শ্যামড়। লোকেরা ধন্য ধন্য করল। বলল, সাহস আছে মেয়েটার। কিন্তু শ্যামা নিরুত্তর। চারদিকে খুঁজল শুধু একজনকেই। কিন্তু কোথাও তার দেখা পেলনা।

বাড়িতে বসেই ওদের কাজের লোক হারান কাকার কাছে ডাকাবুকো শ্যামার কথা শুনল স্বরূপ। মনে মনে খুশি হল। না, মেয়েটার সাহস আছে! সেদিন বিকেলে নদীতীরের সেই পাকুড়গাছটার নিচে এসে বসল সে। শ্যামা নিশ্চয় ওর সঙ্গে দেখা করতে আসবে। একটা গোলাপ এনেছে ওর জন্য। বেলা গড়িয়ে এল। বিদায় বেলার লাল সূর্যের কিরণ ছড়িয়ে পড়ল ভরা নদীর উথালি পাথালি ঢেউয়ের মাঝে। আশঙ্কা বাড়তে থাকল। তাহলে কি? ক্রমে অন্ধকার নেমে আসছিল দৃশ্যপটে। স্বরূপের চোখদুটোও জলে ঝাপসা হয়ে আসছিল। শ্রাবণী চতুর্দশীর চাঁদ উঠল আকাশে। ফিরে আসবে এমন সময় দেখে শ্যামা এগিয়ে আসছে ।

-তোর জন্য একটা গোলাপ এনেছি ।

-দাও ।

-আমার জন্য অপেক্ষা করতে পারবিনা?

ঘাড় নেড়ে সম্মতি দিল শ্যামা ।

দূরে কোনও গৃহস্থ বাড়িতে শাঁখ বেজে ওঠে ।

| বর্ষ বরণ সংখ্যা-১৪২৯ | aleekpata.com | 29th Edition |

| ALEEK PATA- Your Expressive World |Online Magazine |

| Editor: Swarup Chakraborty | Publisher: Debasree Chakraborty |

| Bengali New Year, 2022 | April-June 2022 | Fifth Year Third Issue |

© All Rights Reserved by The Editor and The Publisher |

| a DISHA-The Dreamer Initiative |


Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান